এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

গঙ্গাসাগরে অগ্নিদগ্ধ মহিলাকে এয়ার অ্যাম্বুল্যান্সে আনা হল হাওড়ায়

নিজস্ব প্রতিনিধি: বুধবার গভীর রাতে স্বর্ণলতা মণ্ডল নামে বছর ৪৫-এর এক মহিলা তাঁর শিশুকে কোলে নিয়ে গঙ্গাসাগর মেলাপ্রাঙ্গণে শীতের রাতে আগুন পোহাচ্ছিলেন। আচমকাই হাওয়ার দাপটে কোনভাবে আগুন তাঁর পোশাকে লেগে যায়। মুহূর্তের মধ্যে পোশাক থেকে আগুন তাঁর শরীরে ছড়িয়ে পড়ে। তারপর সেখানে উপস্থিত অন্যান্যরা মহিলার শরীরের আগুন নেভান এবং মেলাপ্রাঙ্গণে উপস্থিত চিকিৎসকরা তাঁর আপৎকালীন চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু মহিলার শরীরের প্রায় ৫৪ শতাংশ ঝলসে গিয়েছিল। তাঁর বিশেষ চিকিৎসার প্রয়োজন ছিল। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হল প্রশাসনিক স্তরে। আর তার জেরেই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ থেকেই সেই অগ্নিদগ্ধ মহিলাকে এয়ার অ্যাম্বুল্যান্সের মাধ্যমে মাত্র ৪৫ মিনিটের মধ্যে নিয়ে আসা হল হাওড়ার ডুমুরজলায়। সেখান থেকেই তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে। সেখানেই এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। তাঁর অবস্থা এখন স্থিতীশীল বলেন জানিয়েছেন চিকিৎসকেরা।

ওই মহিলাকে গঙ্গাসাগরে যিনি প্রাথমিক চিকিৎসা প্রদান করেন সেই চিকিৎসক সবুজ বালাকেও এদিন এয়ার অ্যাম্বুলেন্সে করে হাওড়ায় নিয়ে আসা হয়। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররাত ৩টে নাগাদ ওই মহিলাকে তিনি আপৎকালীন চিকিৎসা পরিষেবা দেন। কিন্তু তাঁর শরীরের প্রায় ৫৪ শতাংশ অগ্নিদগ্ধ হয়ে যাওয়ায় তাঁকে দ্রুত বার্ন ইউনিটে রেখে চিকিৎসা করার প্রয়োজন হয়ে পড়েছিল। প্রশাসনকে সেটাই জানানো হয়েছিল। তাই এদিন সকালে তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে গঙ্গাসাগর থেকে হাওড়া ডুমুরজলা হেলিপ্যাডে নিয়ে আসা হয়। সেখান থেকে গ্রিন করিডোর করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গিয়ে বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাঁকে। সকাল ১০টা ৫ মিনিটে তাঁরা গঙ্গাসাগর থেকে রওনা দিয়েছিলেন এবং সাড়ে ১১টার মধ্যেই ওই মহিলাকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি। উল্লেখ্য এবারে গঙ্গাসাগর মেলায় সব ধরনের চিকিৎসা পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় কেউ অসুস্থ হলে তাঁদের দ্রুত চিকিৎসার জন্য এই ব্যবস্থা রেখেছে রাজ্য সরকার। মেলা চলাকালীন সময়ে এই এয়ার অ্যাম্বুলেন্সের পরিষেবার ব্যবস্থা থাকছে। কোনও রোগীর দ্রুত ও উচ্চ পর্যায়ের চিকিৎসার প্রয়োজন হলে তাঁকে যাতে দ্রুত কলকাতায় নিয়ে এসে চিকিৎসা করানো যায় তার জন্যই এই ব্যবস্থা রাখা হয়েছে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর, মামলা শুনতে সম্মত শীর্ষ আদালত

Per Day Income ৩-৪ কোটি, শাহজাহান কাণ্ডে দাবি CBI’র

পুরুলিয়ায় তৃণমূলের জেলা পরিষদ সদস্যের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার ৩

দুর্গাপুর এনআইটি ‘র দ্বিতীয় বর্ষের ছাত্রের আত্মহত্যা, গাফিলতির দায় মেনে পদত্যাগ ডিরেক্টরের

সীমান্তবর্তী শহর বসিরহাটে নির্বাচনের আগে জোর তল্লাশি পুলিশের

সন্দেশখালিতে সিবিআই রাতের অন্ধকারে বিদেশি পিস্তল লুকিয়ে রেখে এসেছে: অখিল গিরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর