এই মুহূর্তে




বলিউডে ফের শোকের ছায়া, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘জামতাড়া ২’-খ্যাত অভিনেতা সচিন

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডে ফের শোকের ছায়া! মাত্র ২৫ বছরেই সব শেষ। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন বিখ্যাত নেটফ্লিক্স সিরিজ ‘জামতাড়া ২’-খ্যাত অভিনেতা সচিন চান্দওয়াড়ে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। কেন অকালেই মৃত্যুর মতো একটি কঠিন সিদ্ধান্ত নিতে হল অভিনেতাকে? শুধু বলিউড নয়, মারাঠা ছবিতেও কাজ করেছেন তিনি। তবে নেটফ্লিক্সের ‘জামতাড়া ২’-তে অভিনয়ের জন্য তিনি বেশি খ্যাতি পেয়েছিলেন। সচিনের মৃত্যুর খবরটি স্বাভাবিকভাবেই হিন্দি এবং মারাঠি সিনেমাকে নাড়িয়ে দিয়েছে।

জানা গিয়েছে, সচিনকে জলগাঁও য়ের পারোলায় তাঁর নিজের বাসভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। আর ঘটনাটি ঘটেছে গত ২৩ অক্টোবর। যখন তার পরিবারের সদস্যরা তাঁকে পুণের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাঁরা তাঁকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা অভিনেতাকে বাঁচাতে পারেননি। গত ২৪শ অক্টোবর, রাত দেড়টা নাগাদ চিকিৎসা চলাকালীন মারা যান তরুণ অভিনেতা। সচিন কেবল একজন অভিনেতাই ছিলেন না, তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারও ছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি পুণের একটি আইটি পার্কে কর্মরত ছিলেন। তবে অভিনয়কে খুবই ভালবাসেন। পরিবার এবং বন্ধুরা তাঁকে একজন দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্তি হিসেবে স্মরণ করছেন। যিনি শৈশব থেকেই তাঁর অভিনয় দিয়ে সকলকে মনোরঞ্জন করেছেন। তবে ‘জামতাড়া ২’ তাঁকে খ্যাতি দিয়েছে।

২০২০ সালে মুক্তি পেয়েছিল জামতাড়া: সবকা নাম্বার আয়েগা-এর সিক্যুয়েল। এটি একটি ফিশিং গ্যাংয়ের গল্প ছিল। ছবিতে সচিনের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল, এবং গল্পের রেখাটিও মনোমুগ্ধকর ছিল।এদিকে বলিউডে একের পর এক শোকের ছায়া। দীপাবলি আগে ও পরে মাত্র ১০ দিনের মধ্যে বলিউড হারিয়েছে তার তিন কিংবদন্তিকে। প্রয়াত হয়েছেন গোবর্ধন আসরানি, পঙ্কজ ধীর এবং সতীশ শাহ। বলিউডে তাঁদের অবদান অনস্বীকার্য। তাদের চলে যাওয়ার ক্ষত বলিউডে দীর্ঘদিন থাকবে। কেননা সেটি অপূরণীয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইন্ডিয়ান আইডল-খ্যাত পবনদীপ-অরুণিতার বন্ধুত্বে ফাটল, হঠাৎ কী হল?

এবার নগ্ন অবতারে দেখা মিলবে প্রভাসের, ‘স্পিরিট’-এ ধামাকা দিতে চলেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা

‘চুপ করুন, নয়তো আইনি ব্যবস্থা নেব’, অবশেষে জয়ের সঙ্গে সংসার ভাঙার গুঞ্জনে মুখ খুললেন মাহি

অমিতাভের পায়ে হাত দিয়ে প্রণাম, দিলজিৎকে খুনের হুমকি খলিস্তানি জঙ্গিদের

‘সতীশ শাহকে দেওয়া হোক মরণোত্তর পদ্মশ্রী’, মোদিকে চিঠি ছোট পর্দার কলাকুশলী সংগঠনের

মহিলাদের লড়াই নিয়ে তৈরি ‘কাঠগোলাপ’ ছবি নিষিদ্ধ করল মোল্লা ইউনূস সরকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ