এই মুহূর্তে




শেখ হাসিনার ঘনিষ্ঠ নেতার সঙ্গে তিন রাষ্ট্রদূতের গোপন বৈঠক ঘিরে শোরগোল বাংলাদেশে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতীয় রাজনীতিতে আচমকাই নাটকীয় মোড়। গত সোমবার  দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন রাজনৈতিক সচিব তথা প্রাক্তন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে গোপনে বৈঠক করেছেন তিন দেশের রাষ্ট্রদূত। গুলশানে সাবের হোসেন চৌধুরীর বাড়িতে ওই বৈঠক হয়। দুপুর ২টা ৫৫ মিনিটে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ধরে চলে বৈঠক। এতে হাজির ছিলেন ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার। আচমকাই কেন ক্ষমতাচ্যূত ও নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতার সঙ্গে তিন  রাষ্ট্রদূত বৈঠক করলেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যদিও ওই বৈঠকের পিছনে অন্য কোনও অভিসন্ধি দেখছেন না মোল্লা  মুহাম্মদ ইউনূস সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার সাংবাদিকদের তিনি এ বিষয়ে বলেন ‘রাষ্ট্রদূতরা যে কারও বাড়িতে যেতে পারেন। সেখানে তারা কী নিয়ে আলাপ করেছেন সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে এ বিষয়ে আমার কিছু বলার নেই।’

গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে রাজনৈতিক আশ্রয় নেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এর পরে তদারকি সরকারের প্রধান হিসাবে ক্ষমতায় আসীন হন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূস। ক্ষমতায় বসেই মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেন। গত ১৪ মাসে আওয়ামী লীগ নিধন অভিযানে শেখ হাসিনার দলের ৪৪ হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে প্রাক্তন মন্ত্রী ও সাংসদও রয়েছেন। গ্রেফতার ও প্রাণনাশের ভয়ে দেশছাড়া হয়ে রয়েছেন লক্ষাধিক আওয়ামী লীগ নেতা-কর্মী। আগামী ফেব্রুয়ারিতে দেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা। ওই নির্বাচনে আওয়ামী লীগকে লড়তে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

দেশের বৃহত্তম দল আওয়ামী লীগকে বাইরে রেখে আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। শেখ হাসিনাকে বাইরে রেখে নতুন কোনও নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতির ময়দানে ফেরানোর দাবি জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর তার মধ্যেই তিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছিলেন শেখ হাসিনার প্রাক্তন রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী।

সূত্রের খবর, ‘গত সোমবার তিন রাষ্ট্রদূত ফ্ল্যাগ ছাড়া অর্থাৎ কোনও কূটনৈতিক স্বাক্ষর ছাড়াই একই গাড়িতে চড়ে সাবের হোসেনের গুলশানের বাড়িতে প্রবেশ করেন। নজর এড়াতে তারা বৈঠক শেষে বেরিয়ে বিকল্প রাস্তা ব্যবহার করে চলে যান। সচরাচর এমন গোপনীয়তা সাধারণ কূটনৈতিক সাক্ষাতের ক্ষেত্রে অনুসরণ করা হয় না। বৈঠকে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, আন্তর্জাতিক সমর্থন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে। এক সূত্র জানিয়েছে, ‘বৈঠকে নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনও পরিকল্পনা রয়েছে কি না, সাবের চৌধুরীর কাছে তা জানতে চান তিন রাষ্ট্রদূত। কীভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায়, তা নিয়েও আলোচনা হয় দু’পক্ষের’।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আদালতে গিয়ে আত্মসমর্পণ, অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণা মামলায় জামিন পেলেন অভিনেত্রী মেহজাবিন

অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণার দায়ে এবার অভিনেত্রী মেহজাবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সোমে শেখ হাসিনার ফাঁসির রায় সরাসরি টিভিতে সম্প্রচার হবে

২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়ে দিল আরব আমিরাত

স্ত্রীকে পেটানোর মামলায় ২০০ টাকার মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

‘ক্ষমতায় এসে ভারতের দাদাগিরি বন্ধ করে দেব’, হুঙ্কার খালেদার দলের মহাসচিবের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ