এই মুহূর্তে




‘পুজোর সময় তাঁকে খুব মনে পড়ে’, কাকে মিস করেন অপু বিশ্বাস?

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর আজ শেষদিন। যদিও কোথাও কোথাও শনিবার মায়ের বিসর্জন হবে না, আগামিকাল রবিবার হবে মায়ের বিসর্জন। হিসেবমতো দুর্গাপুজোর তিথি ৪ দিনের। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। কিন্তু এ বছর অষ্টমী-নবমী তিথি একই সঙ্গে পড়েছে, তাই আজ হিসেবমতো দশমী। দশমীতেই মায়ের বিসর্জন হয় কিন্তু অনেক জায়গায় রবিবারেই হবে মায়ের বিসর্জন। যাই হোক, দুর্গাপুজো অনেকের কাছে আনন্দের উৎসব। আবার অনেকের কাছে আনন্দের নয়। যদিও সকলে দুঃখ ভুলেই পুজোর এই দিনগুলিতে আনন্দে মেতে ওঠেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহোৎসব দুর্গা পুজো। আর পুজোতে মেতে উঠেছেন দেশ বিদেশে থাকা সমস্ত বাঙালিররা। ওদিকে বাংলাদেশেও বইছে দুর্গাপুজোর আমেজ।

যদিও ছাত্র আন্দোলনের পর এবার বাংলাদেশে পুজোর আমেজ কিছুটা ম্লান। তবুও আনন্দে কোনও ফাঁক রাখছেন না ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। যার আরেকটি পরিচয় ঢালিউড কিং শাকিব খানের প্রাক্তন স্ত্রী হিসেবে। প্রায় ১০ বছর নায়কের সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু ২০১৬ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়। তবে এ বছর দুর্গাপুজো কেমন কাটছে অভিনেত্রী, জানালেন। প্রথমেই পুজোয় ছোটবেলার স্মৃতি আঁকড়ে অপু বিশ্বাস বলেন, তাঁর কাছে ছোটবেলার পূজা অনেক সুন্দর ছিল। সারাবছর অপেক্ষা করতেন, কখন পূজা আসবে। তবে এখনকার পুজোর সঙ্গে তিনি তখনকার পুজোর কোনও তুলনাই চলে না বলে জানিয়েছেন। এখন পেশাগত ব্যস্ততা আর পূজার ব্যস্ততা এক হয়ে গেছে তাঁর। তবে এবারের পূজা তে ঢাকাতেই রয়েছেন অপু বিশ্বাস। গত কয়েকবার পুজোতে অভিনেত্রী কলকাতায় ছিলেন। আর পুজো তে অভিনেত্রীর ট্র্যাডিশনাল পোশাকই বেশি পছন্দ।

পুজার বিকালগুলি পরিবারের সঙ্গে কাটান। ছেলে জয়কে নিয়েই তাঁর সব পরিকল্পনা। তবে এখন পূজা এলেই আগের মতো খুশি খুশি লাগে না তাঁর। কারণ তাঁর মা মারা গিয়েছেন। তাই মা নেই বলেই পূজা এলে মন বেশি খারাপ হয় অভিনেত্রীর। মায়ের জন্যেই আজ অভিনেত্রী সফল। তাই তাঁকে ছাড়া পূজার আনন্দ ভাবতেই পারেন না। তাই পুজোর সময়টা মাকে বেশি মিস করেন অভিনেত্রী। এখনও পর্যন্ত প্রায় ৮০ টি ছবি করে ফেলেছেন অপু বিশ্বাস।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

দেশকে গর্বিত করার পুরস্কার! সাকিবকে ‘চোর-চোট্টা’, ‘ডাকাত’ বলে আক্রমণ ইউনূসের প্রেস সচিবের

ঢাকা যৌথবাহিনীর অভিযানে অভিনেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-মাদক

ছবির প্রচারে বাইক নিয়ে কেরামতি! ব্যস্ত রাস্তায় স্টান্ট দেখাতে গিয়ে আইনি বিপাকে টিকু-মানসী

পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার গহনা চুরি, বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ