এই মুহূর্তে




ট্রাম্পকে কটাক্ষ করে টুইট, নাড্ডার ধমকে তড়িঘড়ি পোস্ট মুছলেন ‘রিভলবার রানি’




নিজস্ব প্রতিনিধি: কঙ্গনা রানাউত, বলিউড হোক বা রাজনীতি হোক উভয় দিকেই একজন বিতর্কিত নাম। মাঝে মধ্যে তাঁর বেফাঁস মন্তব্য নিয়ে চাপে পড়ে যান গেরুয়া শিবির। চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে ভোটে জিতে হিমাচল প্রদেশের সাংসদ হয়েছেন তিনি। যদিও বরাবরই ‘ঠোঁট কাটা’ তিনি। কিন্তু মাঝে মধ্যে ইচ্ছাকৃত মন্তব্য করে বিপাকে পড়ে যান অভিনেত্রী-সাংসদ। এবার তিনি শব্দবান ছুঁড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর। যা ভাইরাল হওয়া মাত্রই তড়িঘড়ি কঙ্গনাকে ফোন করে পোস্ট মুছতে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছিলেন যে, ‘আমি ‘Apple’-এর সিইও টিম কুককে ভারতে ‘Apple’-এর কোনও জিনিসপত্র তৈরি করতে না করেছি। আমরা ভারতে Apple-এর কোনও জিনিসপত্র উৎপাদনে আগ্রহী নই। তাই ভারতে কোনও কারখানা তৈরির প্রয়োজন নেই।’ পাশাপাশি কারণ হিসেবে বলেন, ‘আমদানি করের বিষয়ে একটি চুক্তি চাওয়ায় ভারত আমেরিকান পণ্যের উপর শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে। অর্থাৎ ভারত আমাদের কোনও পণ্যের উপর শুল্ক দিতে রাজী নয়। তাই ভারতে Apple-এর কোনও জিনিসপত্র উৎপাদনের প্রয়োজন নেই।’

ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে ‘ঠোঁটকাটা’ কঙ্গনা রানাউত ক্ষুব্ধ হয়ে বলে ছিলেন, ‘ভারতের উপর ট্রাম্পের এই ভালোবাসা হারানোর কারণ কী হতে পারে? তিনি আমেরিকান প্রেসিডেন্ট হতে পারেন। কিন্তু বিশ্বের সবচেয়ে প্রিয় নেতা হলেন নরেন্দ্র মোদি। ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে আছে। কিন্তু মনে রাখবেন, নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে আছেন। সুতরাং এতে কোনও সন্দেহ নেই যে, ট্রাম্প একজন আলফা পুরুষ। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী হলেন সাব আলফা পুরুষদের জনক। তাহলে এটা কী ট্রাম্পের ব্যক্তিগত শত্রুতা নাকি কূটনৈতিক নিরাপত্তা হীনতা?’এই পোস্টটি ভাইরাল হতেই নাকি জেপি নাড্ডা কঙ্গনাকে ফোন করে পোস্টটি মুছে ফেলতে বলেছেন। অভিনেত্রী-সাংসদ নিজেই এ কথা একটি নতুন পোস্টে জানিয়েছেন। তিনি দাবি করেছেন যে, ‘জাতীয় সভাপতি জেপি নাড্ডা আমাকে ফোন করে সেই টুইটটি মুছে ফেলতে বলেছিলেন। যেখানে apple-এর সিইও-কে ট্রাম্প ভারতে উৎপাদন না করার একটি পোস্ট করেছিলাম। আমি আমার ব্যক্তিগত মতামতের পোস্টটি করার জন্যে দুঃখিত। তাৎক্ষণিকভাবে আমি এটি ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেছি।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব ভারতীয় বাণিজ্যে, প্রবল ক্ষতির আশঙ্কায় চাল ব্যবসায়ীরা

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

গভীর কুয়োয় ওঠা নামা যেন বাঁহাতের খেল, দেশি স্পাইডারম্যানের কীর্তি দেখে নিন স্বচক্ষে

‘মে ডে…’, ফের ককপিট থেকে ‘কল’ পাইলটের, বেঙ্গালুরুতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

টানা দুই বছর ধরে ১৪ জনের ধর্ষণের শিকার ১৫ বছরের দলিত কিশোরী, ভয়ঙ্কর ঘটনা অন্ধ্রে

Kanishka bombing: চার দশক পর শনাক্ত এয়ার ইন্ডিয়া বোমা হামলার পরিকল্পনাকারী ‘মিস্টার X’

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ