এই মুহূর্তে




মেয়ের বাগদানে আল্লু-রশ্মিকার ‘সামি-সামি’ গানে কোমর দোলালেন সস্ত্রীক কেজরিওয়াল

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্নার ‘পুষ্পা’, ছবিটি বিশ্ব জুড়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। ছবির সংলাপ, গান সবেতেই মুগ্ধ হয়েছিলেন ভক্তরা। বিশেষ করে রশ্মিকার ‘সাম্মি সাম্মি’ নাচের স্টাইলে কোমর দুলিয়ে ছিল গোটা দেশ। ইনস্টাগ্রাম, ফেসবুকে রিলে রিলে ভরে গিয়েছিল। এবার সেই গানই নাচাল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিল্লির শাংরি-লা নামক একটি বিলাসবহুল হোটেলে বসেছিল অরবিন্দ কেজরিওয়ালের মেয়ে হার্ষিতা কেজরিওয়ালের বাগদান অনুষ্ঠান।

 

১৮ এপ্রিল হার্ষিতার বিয়ে। কোনও জমকালো অনুষ্ঠান নয়, বরং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়দের নিয়েই মেয়ের বাগদানের অনুষ্ঠান সারেন অরবিন্দ কেজরিওয়াল। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা। সেই অনুষ্ঠানেরই কিছু ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। মজার বিষয় হল, একটি ভিডিওতে অরবিন্দ কেজরিওয়ালকে নাচতে দেখা গিয়েছে। তাঔ আবার গানটি ছিল, আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্না অভিনীত ‘পুষ্পা:দ্য রাইজ’-এর আইকনিক গান শাম্মি শাম্মি। এই গানের হিন্দি সংস্করণেই ঠুমকা দিলেন অরবিন্দ কেজরিওয়াল।

 

মেয়ের বাগদান অনুষ্ঠানে সবুজ কুর্তায় ঝলমলিয়ে উঠেছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়ালের সঙ্গে নাচতে দেখা গেল, সুনীতাও একটি অত্যাশ্চর্য ঐতিহ্যবাহী লেহেঙ্গা পরেছিলেন। বেশ খোশ মেজাজে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। অতিথিরা উৎসাহ দিতেই স্ত্রীর সঙ্গে “অঙ্গারোঁ কা আম্বার সা লাগা হ্যায় মেরা সামি” গানের তালে নাচলেন তিনি। ভিডিওটি প্রকাশের পরপরই, নেটিজেনরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রাণবন্ত শক্তির প্রশংসা করেছেন এবং এই দম্পতির মিষ্টি রসায়নেরও প্রশংসা করেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ভাঙড়া করতে দেখা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

মহিলাকর্মীদের ঋতুস্রাব হওয়ার প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হুলস্থুল বিজেপি শাসিত হরিয়ানায়

ফের কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা মধ্যপ্রদেশে, এবারে বলি ৬ মাসের কন্যাসন্তান

‘পাক সন্ত্রাসীরা এখন ভারতের শক্তি সম্পর্কে অবগত’, একতা দিবসের ভাষণেও অপারেশন সিঁদুর অস্ত্র মোদির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ