এই মুহূর্তে




‘অন্যায়ভাবে গ্রেফতার, অবিলম্বে মুক্তি দিন’, চিন্ময় প্রভুর গ্রেফতারিতে সরব শেখ হাসিনা’




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের ‘রক্ষাকর্তা’ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুর গ্রেফতারির বিরুদ্ধে সরব হলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে চিন্ময় প্রভুর গ্রেফতারির নিন্দা করে বঙ্গবন্ধু কন্যা বলেছেন, ‘সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষস্থানীয় নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে একটি মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে, আহমদিয়া সম্প্রদায়ের মসজিদ, মাজার, গীর্জা, মঠ ও বাড়িতে হামলা, ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশে বসবাসকারী প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা এবং সকল সম্প্রদায়ের মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

গত ৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পরেই মুসলিম মৌলবাদীদের হাতে লাগাতার নির্যাতিত হয়ে চলেছে হিন্দু সম্প্রদায়। ওই নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ায় মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসিয়ে গত সোমবার চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ তথা সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়। তাঁর গ্রেফতারির খবরে ফুঁসে ওঠেন বাংলাদেশের হিন্দুরা। গত মঙ্গলবার হিন্দুদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় চট্টগ্রাম আদালত চত্বর। পুলিশের সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষে প্রাণ হারান এক আইনজীবী।

ইতিমধ্যে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকারকে কড়া বার্তা দেওয়া হয়। এবার বাংলাদেশের হিন্দুদের রক্ষাকর্তার গ্রেফতারি নিয়ে সরব হলেন দিল্লিতে আশ্রয় নেওয়া সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে সরব হওয়ার পাশাপাশি বাংলাদেশ জুড়ে চলা নৈরাজ্যের জন্যও মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান ক্ষমতা দখলকারীরা সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, মানুষের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব নির্যাতনের তীব্র নিন্দা জানাই।’ চট্টগ্রামে পুলিশ ও চিন্ময় অনুসারীদের সংঘর্ষে আইনজীবীর মৃত্যুর নিন্দা করে অভিযুক্তদের কড়া শাস্তির দাবিও জানিয়েছে বঙ্গবন্ধু কন্যা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাতসকালেই শেয়ারবাজারে হাহাকার, এক ধাক্কায় ১,১০০ সূচক নামল সেনসেক্স

ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট

ক্যান্সার হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য, কামড়ে দিল ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশুর বুড়ো আঙুলে

‘বোমা মেরে উড়িয়ে দেব’, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের কাছে হুমকি ইমেল

সাতসকালেই দিল্লির ৬ স্কুলে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

তামিলনাড়ুর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু সহ মৃত ৬

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর