এই মুহূর্তে




বিতর্কে ‘জাট’, সানি দেওল-রণদীপ হুডার বিরুদ্ধে দায়ের এফআইআর

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: বিপাকে বলিউড অভিনেতা সানি দেওল ও রণদীপ হুডা। সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি ‘জাট’-এ খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের জন্য দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পঞ্জাব পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জলন্ধর থানায় দুজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। শুধু সানি দেওল ও রণবীর হুডার বিরুদ্ধেই নয়, ছবির পরিচালক গোপীচাঁদ মালেনেনি ও প্রযোজকদের বিরুদ্ধেও একই ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। যদিও এফআইআর দায়ের নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি ধর্মেন্দ্র পুত্র।

কী নিয়ে কাঠগড়ায় জাঠ?

সানি দেওলের ছবির একটি দৃশ্যে গির্জায় দাঁড়িয়ে রণদীপ হুডাকে খুন-খারাবি করতে দেখা গিয়েছে। ওই দৃশ্য নিয়েই আপত্তি তুলেছে খ্রিস্টান সম্প্রদায়। তাঁদের বক্তব্য, ‘ইচ্ছাকৃতভাবেই খ্রিস্টান সম্প্রদায়ের বদনাম করতে গিয়ে গির্জার মধ্যে হিংসামূলক দৃশ্য দেখানো হয়েছে। প্রত্যেক খ্রিস্টান ধর্মাবলম্বীর কাছে গির্জা অত্যন্ত পবিত্র স্থান। সেই পবিত্র স্থানকে খুনি-গুন্ডাদের আস্তানা হিসাবে দেখিয়ে খ্রিস্টানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে।’

গত ১৫ এপ্রিল বাংলা নববর্ষের দিন ‘জাট’ ছবির প্রদর্শনী বন্ধের দাবিতে দিল্লি-পঞ্জাব সহ একাধিক রাজ্যে বিভিন্ন প্রেক্ষাগৃহের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচি ছিল খ্রিস্টান সংগঠনগুলির। যদিও সেই বিক্ষোভ রুখে দিয়েছে পুলিশ। তবে বিক্ষোভ দেখাতে না পারলেও বিষয়টি নিয়ে যে তারা অতি সহজে থামবেন না, তারও ইঙ্গিত দিয়েছেন বিক্ষোভকারীরা। পরিবেশক ও প্রেক্ষাগৃহ মালিকদের ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছে। ওই ৪৮ ঘন্টা সময়ের মধ্যে ছবির প্রদর্শনী বন্ধ না হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। সেই সঙ্গে রণদীপ হুডা সহ ছবির সমস্ত অভিনেতা-অভিনেত্রী পরিচালক ও কলাকুশলীর বিরুদ্ধে মামলা দায়েরেরও দাবি জানিয়েছে। উল্লেখ্য গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে সানি দেওল-রণদীপ হুডা অভিনীত ‘জাট’। বক্স অফিসে তুফান তুলতে না পারলেও ভাল সাড়া ফেলেছে।।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

মহিলাকর্মীদের ঋতুস্রাব হওয়ার প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হুলস্থুল বিজেপি শাসিত হরিয়ানায়

ফের কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা মধ্যপ্রদেশে, এবারে বলি ৬ মাসের কন্যাসন্তান

‘পাক সন্ত্রাসীরা এখন ভারতের শক্তি সম্পর্কে অবগত’, একতা দিবসের ভাষণেও অপারেশন সিঁদুর অস্ত্র মোদির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ