এই মুহূর্তে




বল নিয়ে বচসার জেরে শিক্ষককে উপর্যুপরি ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করল ছাত্র




নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু : ক্রিকেট খেলতে গিয়ে খেলার বলটি গিয়ে পড়েছিল পাশের এক বাড়িতে। তার থেকেই শুরু বচসা। ঝামেলার জেরে ছুরি ও ভাঙা বোতল দিয়ে দিয়ে এক ব্যক্তিকে কোপানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কর্ণাটকের ( karnataka) বাগালকোট জেলায়।

জানা গিয়েছে, চলতি সপ্তাহে এলাকায় খেলছিলেন একদল যুবক। সেই সময় ক্রিকেট বলটি পাশের বাড়িতে গিয়ে পড়ে বলে অভিযোগ। ওই বাড়িতে থাকেন প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক রামাপ্পা পূজারি (Ramappa Pujari)। তাঁর বাড়িতে গিয়ে বল চান বছর ২১-র যুবক পবন যাদব (Paban Yadav)। কিন্তু রামাপ্পা পূজারি জানান, তাঁর বাড়িতে বল আসেনি। এরপর এক কথা-দু কথায় কথা কাটাকাটি শুরু হয়। অশান্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে রামাপ্পাকে প্রথমে ভাঙা বোতল দিয়ে কোপের ওপর কোপ চালাতে থাকে। তারপর ছুরি দিয়েও একাধিক আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষককে ফেলে পালিয়ে যায় ওই যুবক।

শিক্ষকের মুখে ও চোখে আঘাত লেগেছে। রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। ঘটনাস্থলের সিসিটিভি (cctv) ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। আক্রমণের ওই ফুটেজ ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে।

ঘটনাস্থলের সামনেই একটি ক্যামেরা ছিল। সেই ক্যামেরার সামনেই কোপের পর কোপ মারতে শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আক্রান্ত শিক্ষকের বয়ানও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সত্যিই কী জোড়া কলা খেলে যমজ সন্তানের জন্ম হয়, বিজ্ঞান কী বলছে?

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

মালদায় ‘ম্যাঙ্গো হাব ‘করার দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি আম ব্যবসায়ী সংগঠনের

গভীর কুয়োয় ওঠা নামা যেন বাঁহাতের খেল, দেশি স্পাইডারম্যানের কীর্তি দেখে নিন স্বচক্ষে

‘মে ডে…’, ফের ককপিট থেকে ‘কল’ পাইলটের, বেঙ্গালুরুতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

টানা দুই বছর ধরে ১৪ জনের ধর্ষণের শিকার ১৫ বছরের দলিত কিশোরী, ভয়ঙ্কর ঘটনা অন্ধ্রে

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ