এই মুহূর্তে




‘ব্রাহ্মণদের মুখে প্রস্রাব করব…’, অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিনিধিঃ বিতর্কের অন্য নাম অনুরাগ কাশ্যপ। ব্রাহ্মণদের নিয়ে জাতপাত এবং অপমানজনক মন্তব্য করে বিপাকে বলিউডের স্বনামধন্য পরিচালক অনুরাগ কাশ্যপ। অনুরাগ কাশ্যপের বিতর্কিত মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর এবং বর্ণবাদী মন্তব্যের অভিযোগে শুক্রবার (১৮ এপ্রিল) অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল রিলিজ করবে প্রতীক গান্ধী এবং অনন্ত মহাদেবন পরিচালিত জীবনীমূলক সিনেমা ‘ফুলে’ (PHULE)।

ছবিতে জ্যোতিরাও ফুলে চরিত্রে প্রতীক এবং সাবিত্রীবাই ফুলে চরিত্রে অভিনয় করছেন পত্রলেখা। কিন্তু ছবির ট্রেলার রিলিজের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। কথিত ভুল উপস্থাপনের জন্য মহারাষ্ট্রের ব্রাহ্মণ সম্প্রদায়ের থেকে তীব্র প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। সেই কারণে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবির মুক্তি স্থগিত করেছে এবং শংসাপত্র দেয়নি। এরপরেই CBFC-এর তীব্র সমালোচনা করেছেন অনুরাগ কাশ্যপ। তিনি সিবিএফসির সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন এবং প্রতিবাদকারীদের ভণ্ড বলেছেন। এমনকী ব্রাহ্মণদের বিরুদ্ধে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে বলেছেন, ‘ব্রাহ্মণদের মুখে আমি প্রস্রাব করব, কারো কোনও সমস্যা?’

অনুরাগের এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। বেশ কয়েকজন নেটিজেন অনুরাগকে জাতি-ভিত্তিক ঘৃণা প্রচারকারী বলে নিন্দা করেছেন। কেউ কেউ অনুরাগের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা করেছেন। বিশেষ করে একজন আজ মুম্বই পুলিশের কাছে পরিচালক-অভিনেতার বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে FIR দায়ের করেছেন। অভিযোগকারী জানিয়েছেন, “ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর এবং বর্ণবাদী মন্তব্যের জন্য অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার জন্য আমি আনুষ্ঠানিকভাবে মুম্বই পুলিশের কাছে একটি অভিযোগ জমা দিয়েছি। একটি নাগরিক সমাজে এই ধরনের ঘৃণ্য বক্তব্য সহ্য করা যায় না। আইনকে তার নিজস্ব গতিতে চলতে হবে।”

 

জানা গিয়েছে, অভিযোগকারী হলেন আইনজীবী এবং বিজেপি মহারাষ্ট্রের এসএম আইন ও উপদেষ্টা বিভাগের প্রধান আশুতোষ জে দুবে। তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে ট্যাগ করে আরও উল্লেখ করেছেন যে, ‘ব্রাহ্মণ সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে, অনুরাগ কাশ্যপের এই অবমাননাকর এবং ঘৃণ্য মন্তব্যে আমি গভীরভাবে ক্ষুব্ধ। এই ধরনের বক্তব্য কেবল জাতিভেদপ্রবণতাই নয়, বরং ঘৃণা উস্কে দেয় এবং আমাদের সংবিধানের অধীনে সুরক্ষিত মর্যাদা ও সমতার নীতি লঙ্ঘন করে।’ তবে এখনও পর্যন্ত অনুরাগ অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। মুম্বই পুলিশ এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। বর্তমানে অনুরাগ মুম্বই ইন্ডাস্ট্রি ছেড়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে চুটিয়ে অভিনয় করছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

মহিলাকর্মীদের ঋতুস্রাব হওয়ার প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হুলস্থুল বিজেপি শাসিত হরিয়ানায়

ফের কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা মধ্যপ্রদেশে, এবারে বলি ৬ মাসের কন্যাসন্তান

‘পাক সন্ত্রাসীরা এখন ভারতের শক্তি সম্পর্কে অবগত’, একতা দিবসের ভাষণেও অপারেশন সিঁদুর অস্ত্র মোদির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ