এই মুহূর্তে




‘আর কোনও পথ খোলা নেই’, অনলাইন জুয়ায় সর্বস্ব খুঁইয়ে আত্মঘাতী দম্পতি

নিজস্ব প্রতিনিধি: অনলাইন গেমিং যে কতটা মারাত্মক হতে পারে, তার আরও একটি উদাহরণ পাওয়া গেল। অনলাইন গেমিংয়ের নামে অনলাইন জুয়ায় সর্বস্ব খুঁইয়ে জীবন শেষ করে ফেললেন এক দম্পতি। এই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজস্থানের কোটায়। জায়গাটি বর্তমানে আইআইটি শিক্ষার্থীদের মৃত্যুর জন্যে কুখ্যাত হয়ে উঠছে। জানা গিয়েছে, কোটার বাসিন্দা দীপক রাঠোর, যিনি মোবাইলে প্রচুর অনলাইন গেম খেলতেন। যাতে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা ঋণের বোঝায় ডুবে গিয়েছিলেন তিনি। মৃত্যুর আগে সমস্ত কথা বড় বোনকে জানিয়ে গিয়েছেন দীপক রাঠোর।

বলেছেন যে, অনলাইনে গেম খেলে তারা মার্কেটে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা ঋণের বোঝায় ডুবে গিয়েছেন, এক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোনও উপায় নেই। যদিও দীপক রাঠোরের বোন তাঁদের কোনও কঠোর পদক্ষেপ না নিতে বলেছিলেন। এবং ঋণ পরিশোধের জন্য অর্থের ব্যবস্থা করে দেবেন বলেও আশ্বাস দিয়েছিলেন। কিন্তু, দম্পতি শোনেন নি। গতকাল রাতে ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দম্পতি। এদিন সকালে দীপক রাঠোরের বাবা সত্যনারায়ণ রাঠোর দরজায় কড়া নাড়লে তাঁদের সাড়া না পেয়ে ধাক্কাধাক্কি শুরু করেন, কয়েক মিনিট পরে, দম্পতির পাঁচ বছরের মেয়ে ভেতর থেকে ঘরের দরজা খুলে দেয়। এবং দেখতে ছেলে ও বউমার মৃতদেহ ঝুলছে। অর্থাৎ গতকাল রাতে মেয়ে ঘুমিয়ে পড়লে দম্পতি আত্মহত্যা করেন। এ প্রসঙ্গে, কোটা গ্রামীণ পুলিশ সুপারিনটেনডেন্ট সুজিত শঙ্কর বলেছেন যে, অনলাইন গেমিংয়ে ঋণের কারণেই দম্পতির আত্মহত্যা করেছে। তবে ঘটনার সকল দিক তদন্ত করা হচ্ছে। জানা গিয়েছে, ছয় বছর আগে এই দম্পতির বিয়ে হয়েছিল।

প্রসঙ্গত, অনলাইন গেমিংয়ের দাপট দিনের পর দিন বেড়েই চলেছে। বিশেষ করে, তরুণ প্রজন্ম অনলাইন গেমিংয়ের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এটি অনেকটা জুয়া খেলার মতো। গত মাসে, সুপ্রিম কোর্ট “অবৈধ” বেটিং অ্যাপের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি আবেদন পরীক্ষা করতে সম্মত হয়েছিল। আবেদনে অনলাইন গেমিং এবং ফ্যান্টাসি স্পোর্টসের উপর কঠোর নিয়ন্ত্রণ এবং একটি বিস্তৃত আইন প্রণয়নেরও দাবি করা হয়েছিল। শীর্ষ আদালত কেন্দ্রকে নোটিশ জারি করে তার প্রতিক্রিয়া চেয়েছিল, তবে বর্তমান পর্যায়ে রাজ্য সরকারগুলিকে নোটিশ জারি করা থেকে বিরত ছিল। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

মহিলাকর্মীদের ঋতুস্রাব হওয়ার প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হুলস্থুল বিজেপি শাসিত হরিয়ানায়

ফের কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা মধ্যপ্রদেশে, এবারে বলি ৬ মাসের কন্যাসন্তান

‘পাক সন্ত্রাসীরা এখন ভারতের শক্তি সম্পর্কে অবগত’, একতা দিবসের ভাষণেও অপারেশন সিঁদুর অস্ত্র মোদির

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ