এই মুহূর্তে




ভাতা, ৫০ লক্ষের বীমা, পেনশন- জিতলে কল্পতরু হওয়ার প্রতিশ্রুতি তেজস্বীর

নিজস্ব প্রতিনিধি: বিহার বিধানসভা নির্বাচনের আগে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব প্রতিশ্রুতি দিলেন কল্পতরু হওয়ার। জানালেন ইন্ডিয়া ব্লক এলে পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য ৫০ লক্ষ টাকার বীমা কভার এবং পেনশন প্রকল্প চালু করা হবে। এর পাশাপাশি রাষ্ট্রীয় জনতা দলের তরুণ তুর্কী প্রতিশ্রুতি দিয়েছেন যে পঞ্চায়েত সদস্যদের ভাতাও দ্বিগুণ করা হবে।

উপ-মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং বিকাশশীল ইনসান পার্টির সুপ্রিমো মুকেশ সাহানির সঙ্গে একটি সাংবাদিক সম্মেলন করেছেন তেজস্বী। তাতে তিনি বলেছেন, “আমরা কিছু বিশেষ ঘোষণা করতে চাই। ইন্ডিয়া ব্লক যদি ক্ষমতায় আসে তাহলে বিহারের পঞ্চায়েত ব্যবস্থার প্রতিনিধিদের ভাতা দ্বিগুণ করা হবে। তাঁদের জন্য পেনশন, ৫০ লক্ষ টাকার বীমা কভার দেওয়া হবে।”

পঞ্চায়েত সদস্যদের পাশাপাশি, তেজস্বী রাজ্যের পাবলিক ডিস্ট্রিবিউটরদের জন্যও কিছু বড় ঘোষণা করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ইন্ডিয়া ব্লক ক্ষমতায় এলে, ডিস্ট্রিবিউটরদের প্রতি কুইন্টাল মার্জিন মানি বৃদ্ধি করা হবে। তাছাড়া, ক্ষৌরকার এবং কর্মকারও আর্থিকভাবে লাভবান হবেন। লালুপুত্রের কথায়, “যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তাহলে আমরা রাজ্যের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের (পিডিএস) পরিবেশকদের প্রতি কুইন্টাল মার্জিন মানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে। এছাড়াও, আমরা রাজ্যের নাপিত, মৃৎশিল্পের ব্যবসায় নিযুক্ত ব্যক্তি এবং কাঠমিস্ত্রিদের ৫ লক্ষ টাকা সুদহীন ঋণ প্রদান করব।” এর ফলে নিম্নবর্গীয় শ্রেণিরা অনেক উপকৃত হবেন বলে বিশ্বাস তেজস্বীর।

এর আগে, রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছিলেন যে, রাজ্যে যেসব মহিলা বর্তমানে চুক্তিভিত্তিক জীবিকা দিদিহিসেবে কাজ করছেন, ভারত জোট ক্ষমতায় এলে তাঁদের স্থায়ী করা হবে। তিনি আরও বলেন যে, এই মহিলা কর্মীদের বেতন প্রতি মাসে ৩০,০০০ টাকা হবে যদি মহাজোট জয়ী হয়। এছাড়াও, সরকার অতিরিক্ত ২০০০ টাকা ভাতা এবং ৫ লক্ষ টাকার বীমা কভারেজেও দেওয়া হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

মোদির হাতে বিলাসবহুল ‘রোমান বাঘ’ ঘড়ি, দাম ও বিশেষত্ব শুনলে চমকে যাবেন

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

ভারতীয় পতাকা উড়িয়ে বিদ্বেষীদের জবাব, পাক র‍্যাপার তালহা আঞ্জুমের কাণ্ডে অবাক নেট দুনিয়া

মাটিতে বসেই দর্শন, তারকাসুলক অহংকে দূরে রেখে বিশ্বনাথ মন্দিরে অঞ্জলী ও সারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ