এই মুহূর্তে




‘সমাজ আমাদের ক্ষমা করবে না’, চিকিৎসকদের কোভিড ক্ষতিপূরণ মামলা নিয়ে সহমর্মী সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসকদের পাশে দাঁড়ানোর বার্তা দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত বলেছে, যদি বিচার বিভাগ চিকিৎসকদের পাশে না দাঁড়ায় তাহলে সমাজ বিচার বিভাগকে ক্ষমা করবে না। বেসরকারি ক্লিনিক, ডিসপেনসারি এবং অ-স্বীকৃত হাসপাতালে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করে প্রাণ হারানো চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বীমা পলিসিতে অন্তর্ভুক্ত না করার বিরুদ্ধে করা আবেদনে এই রায় দান করল সুপ্রিম কোর্ট।

বিচারপতি পি এস নরসিমা এবং আর মহাদেবনের গঠিত একটি বেঞ্চ বলেছে যে সরকারকে নিশ্চিত করতে হবে যে বীমা কোম্পানিগুলি বৈধ দাবি সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তি করছে। বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা লাভের জন্য কাজ করছেন এই ধারণা সম্পূর্ণ অংশে সঠিক নয়।

“আমরা যদি আমাদের চিকিৎসকদের যত্ন না নিই এবং তাদের পাশে না দাঁড়াই, তাহলে সমাজ আমাদের ক্ষমা করবে না। যদি প্রমাণিত  হয় যে তারা কোভিড চিকিৎসা প্রদান করছিলেন এবং শেষে কোভিডের কারণেি মারা যান, তাহলে বীমা কোম্পানির উচিত অর্থ দিতে বাধ্য থাকা। শুধুমাত্র সরকারি চাকরি না থাকার কারণে, ওই চিকিৎসকেরা প্রচুর অর্থ উপার্জন করছেন এই ধারণাটি ঠিক নয়।” প্রধানমন্ত্রী বীমা প্রকল্প ছাড়া অন্যান্য অনুরূপ প্রকল্প সম্পর্কে তথ্য সরবরাহ করার জন্য শীর্ষ আদালত কেন্দ্রকে নির্দেশ দিয়েছে।

২০২০ সালে থানেতে একটি বেসরকারি ক্লিনিক পরিচালনা করতেন এক ব্যক্তি। তিনি কোভিড-১৯-এ মারা যান। তারপর তাঁর স্ত্রী কিরণ ভাস্কর সুরগাড়ে হাইকোর্টে একটি আবেদন দায়ের করেন। বিমা কোম্পানিটি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ (PMGKP) এর অধীনে তাঁর দাবি প্রত্যাখ্যান করে। কারণ দর্শানো হয় ক্লিনিকটি কোভিড-১৯ হাসপাতাল হিসেবে স্বীকৃত নয়।

২০২১ সালের ৯ মার্চ বম্বে হাইকোর্টের একটি আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রদীপ অরোরা সহ বেশ কয়েকজন আপিল করেছিল
শীর্ষ আদালতে। তাদের দাবী ছিল বেসরকারি হাসপাতালের কর্মীরা যদি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনও হাসপাতালে পরিষেবা না দেন তাহলে তারা বীমা প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকারী নন।

প্রসঙ্গত, PMGKP বীমার কথা ২০২০ সালের মার্চ মাসে ঘোষণা করা হয়। পরে এর কভারেজ বাড়ানো হয়। কোভিড-১৯-এর সময় যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য এটি চালু করা হয়েছিল। পিএমকেজিপি প্রকল্পের আওতায় স্বাস্থ্যকর্মীদের ৫০ লক্ষ টাকার বীমা কভারেজ পাওয়া যায়। সেই সময় যেসকল স্বাস্থ্যকর্মীরা মারা গিয়েছিলেন তাঁদের পরিবারের জন্য বড় ভরসা হয়ে উঠেছে এই বীমার টাকা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

মহিলাকর্মীদের ঋতুস্রাব হওয়ার প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হুলস্থুল বিজেপি শাসিত হরিয়ানায়

ফের কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা মধ্যপ্রদেশে, এবারে বলি ৬ মাসের কন্যাসন্তান

‘পাক সন্ত্রাসীরা এখন ভারতের শক্তি সম্পর্কে অবগত’, একতা দিবসের ভাষণেও অপারেশন সিঁদুর অস্ত্র মোদির

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ