এই মুহূর্তে




অল্পের জন্য প্রাণ বাঁচল তেজস্বীর, মৃত্যুর মুখ থেকে ফিরলেন লালু পুত্র




নিজস্ব প্রতিনিধি, পটনা: অল্পের জন্য রক্ষা পেলেন লালু পুত্র তেজস্বী যাদব। বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। পটনার বাপু অডিটোরিয়ামে ছাত্র সংসদের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই ঘটতে চলেছিল দুর্ঘটনা।

ছাত্র সংসদের অনুষ্ঠান শেষে বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী যখন বেরিয়ে আসতে যাচ্ছেন তখনই আচমকা ভেঙে যায় অডিটোরিয়ামের প্রধান কাচের গেট। কোনওরকমে রক্ষা পান তেজস্বী যাদব। একেবারে চুল চেরা সময়ের এদিক ওদিক। সময়ের একটু আগুপিছু হলে ঘটে যেতে পারত বড় সড় দুর্ঘটনা।

আচমকা এমন ঘটনা ঘটায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আগে থেকে প্রচুর ভিড় ছিল। আচমকা কাঁচের দরজা ভেঙে যাওয়াতে জনমানসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গেট ভাঙার ঘটনায় একজন আরজেডি কর্মী গুরুতর আহত হন। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। অন্যান্য কর্মীরা তৎক্ষণাৎ তাঁকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীদের মতে, ভিড় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল। ভিড় ঠেলে তেজস্বী যাদব যখন বেরিয়ে আসছিলেন, তখন এই দুর্ঘটনা ঘটে। ছাত্র সংসদে প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। যেহেতু ছাত্রদের অনুষ্ঠান, ফলে প্রচুর সংখ্যক যুবক অংশগ্রহণ করেছিলেন। কিন্তু অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ব্যবস্থা অপর্যাপ্ত ছিল বলে মনে করেছেন প্রত্যক্ষ্যদর্শীরা।

বিহারে ভোট আসন্ন। তার আগে কিছুদিন আগে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের ঘরে এসেছে নতুন সদস্য। কলকাতার এক বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে তেজস্বী যাদবের পুত্রের। খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যাদব পরিবার এমনিতেই টাল মাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তেজস্বীর দাদা তেজ প্রতাপ যাদবকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছিলেন লালু প্রসাদ যাদব। বিবাহিত তেজের ‘প্রেমিকা’ অনুষ্কা যাদবের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই তেজকে দল থেকে বের করেন লালু। জানান, পারিবারিক সম্মান বজায় রাখতে ছেলেকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘মহারাষ্ট্র থেকে মুম্বইকে যে আলাদা করবে, তাকে টুকরো করে ফেলব’, হুঙ্কার উদ্ধবের

‘INDIA’ জোটের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিল কেজরিওয়ালের আপ, বিজেপির সঙ্গী হচ্ছে?

SSC মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ

‘জন্মদিনে দারুণ উপহার পেলাম’, আবগারি দুর্নীতির অভিযোগে গ্রেফতার ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য

মোদির বঙ্গ সফরের দিনে নাড্ডার বাসভবনে দিলীপ ঘোষ

‘চাই নিরাপদে ফিরে আসুক’, ইয়েমেনে ফাঁসির সাজাপ্রাপ্ত নিমিশা প্রিয়াকে নিয়ে শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ