-273ºc,
Friday, 2nd June, 2023 9:52 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গৌতম আদানির সঙ্গে তাঁর ‘সখ্যতা’ আড়াল করতে গিয়ে বৃহস্পতিবার রাজ্যসভায় গান্ধি পরিবারকে কুৎসিত ভাষায় বেনজির আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন গান্ধি পরিবারের সদস্যরা নেহরু পদবি ব্যবহারে লজ্জা পান সেই প্রশ্ন তুলে খোঁচা দিয়েছিলেন। ২৪ ঘন্টা বাদে মাতামহের পদবি ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণে নামল কংগ্রেস। শুক্রবার এআইসিসি দফতরে এক সাংবাদিক সম্মেলনে দলের প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজওয়ালা কটাক্ষের সুরে বলেন, ‘মাতামহের পদবি কে ব্যবহার করেন? যিনি ভারতের সামান্য সংস্কৃতিটুকু জানেন না, তিনিই এই দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে রয়েছেন। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে? একমাত্র ভগবানই এই দেশকে বাঁচাতে পারেন।’
লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপরে বিতর্কে অংশ নিতে গিয়ে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর গভীর সখ্যতা নিয়ে সরব হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। আর তাতেই চটে লাল হয়ে গিয়েছেন সততার ধ্বব্জাধারী প্রধানমন্ত্রী। বুধবার লোকসভায় এবং বৃহস্পতিবার রাজ্যসভায় দুর্নীতির প্রশ্নে কংগ্রেসকে তুলোধনা করেছিলেন। গান্ধি পরিবারের বিরুদ্ধে মনে থাকা সব ঘৃণা উগরে দিয়েছিলেন। নেহরুর পদবি কেন গান্ধি পরিবারের সদস্যরা ব্যবহার করেন না সেই খোঁচা দেন মোদি। ব্যঙ্গাত্মক কণ্ঠে বলেন, ‘আমরা নেহরুকে অবহেলা করছি বলে কংগ্রেস অভিযোগ করছেন। তা গান্ধি পরিবার কেন নেহরুর পদবি ব্যবহার করে না? লজ্জা কিসের?’
এদিন নেহরু পদবি ব্যবহার নিয়ে মোদির খোঁচার জবাবব দিতে গিয়ে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজওয়ালা বলেন, ‘এমন একজন একটি গুরুত্বপূর্ণ পদে আসীন যিনি না জানেন ভারতের সংস্কৃতি, না জানেন পরম্পরা। তাই এই ধরনের নীচ আর চটুল কথা বলতে পারেন। কাউকে কখনও মাতামহের পদবি ব্যবহার করতে শুনেছেন? একমাত্র ভগবানই এই দেশকে রক্ষা করতে পারেন।’