এই মুহূর্তে




ছবির প্রচারে বাইক নিয়ে কেরামতি! ব্যস্ত রাস্তায় স্টান্ট দেখাতে গিয়ে আইনি বিপাকে টিকু-মানসী

নিজস্ব প্রতিনিধি: ফাঁকা রাস্তা পেলেই চার চাকাগুলির দৌরাত্ম্য বেড়ে যায়। আর এই হিট এন্ড রানের চক্করে বিপদে পড়ে যান পথচলতি সাধারণ মানুষজন। যদিও শুধুমাত্র চারচাকা বললে ভুল হবে, দুই চাকার গাড়ি নিয়েও কম ‘বাঁদরামি’ চলে না, নানারকম বিপজ্জনক স্টান্ট দেখাতে গিয়ে পথচলতি মানুষদের বিপদে ফেলেন যুবসমাজ। দিন কয়েক আগেই হিট-অ্যান্ড-রানের অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল এখন দক্ষিণী অভিনেত্রীর বিরুদ্ধে। এবার খোলা রাস্তায় দু চাকার গাড়ি নিয়ে বিপজ্জনক স্টান্ট দেখাতে গিয়ে আইনি বিপাকে পড়লেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা টিকু তালসানিয়া এবং তাঁর প্রেমিকা মানসী পারেখ। ইতিমধ্যেই চলন্ত বাইকে তাঁদের বিপজ্জনক স্টান্টের একটি ভিডিও ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আমেদাবাদের ভিডিওটি ভাইরাল হতেই আইনি ঝামেলায় পড়েছেন তাঁরা।

জানা গিয়েছে, তারকা জুটি তাঁদের আসন্ন গুজরাতি ছবি ‘মিশ্রি’র প্রচারের জন্য পাবলিক রাস্তায় বেপরোয়াভাবে স্টান্ট করছিলেন দুই চাকার গাড়িতে। যা কিনা নিজের এবং পথচলতি মানুষদের কে বিপদে ফেলার জন্যে যথেষ্ট ছিল। এই ঘটনায় এখন ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন মানসী এবং টিকু। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, টিকু বাইক চালাচ্ছেন এবং মানসী চলন্ত বাইকে দাঁড়িয়ে আইকনিক টাইটানিকের ভঙ্গি পুনরায় তৈরি করার চেষ্টা করছেন। ঠিক যেন সিনেমা। আসলে এগুলো শুটিং সেটেই মানানসই। বাস্তবে করতে গেলেই বিপদ অনিবার্য। আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, টিকু তালসানিয়া বাইক চালানোর সময় দাঁড়িয়ে পড়েছেন। ব্যস্ত শহরের রাস্তায় তাদের এই ধরনের বেপরোয়া স্টান্টগুলি সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভিডিওটি চোখে পড়তেই আমেদাবাদ ট্রাফিক পুলিশ অভিনেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। কারণ তাদের আচরণ ট্র্যাফিক আইন লঙ্ঘন করেছে। জনসাধারণের রাস্তায় বেপরোয়া এবং অবহেলা করে উচ্চ গতিতে যানবাহন চালানো একটি কঠিন অপরাধ। যা মানুষের জীবনকে বিপন্ন করতে পারে।

 

গতকাল এই ঘটনায় তাদের বিরুদ্ধে “ক” বিভাগ ট্রাফিক পুলিশ স্টেশনে BNS ধারা ২৮১ এবং মোটরযান আইন ধারা ১৭৭, ১৮৪ এর অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে। যদিও অভিনেতারা এখনও এই বিতর্কের কোনও প্রতিক্রিয়া জানাননি।তবে ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ এই কাজটিকে “দায়িত্বজ্ঞানহীন” বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ এটিকে একটি সৃজনশীল প্রচারমূলক কৌশল বলে সমর্থন করেছেন। এদিকে কুশল নায়েক রচিত ও পরিচালিত মিশ্রি ছবিটি একজন মুক্তমনা আলোকচিত্রী এবং একজন মৃৎশিল্প শিক্ষকের জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে। মিসরিতে আরও অভিনয় করেছেন রৌনক কামদার। এটি ৩১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

ঢাকা যৌথবাহিনীর অভিযানে অভিনেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-মাদক

পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার গহনা চুরি, বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী

‘দাউদ সন্ত্রাসী নয়’, অন্ধকার জগতের বেতাজ বাদশাকে দরাজ শংসাপত্র ‘প্রেমিকা’ মমতার

‘কেন আমার পিছু নিচ্ছেন?’, প্রকাশ্যেই মুম্বই পাপারাৎজিদের ধমকালেন আমির প্রেমিকা, কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ