এই মুহূর্তে




পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার গহনা চুরি, বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধিঃ তিনি টলিউডের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী, নাম তাঁর রূপা দত্ত। কিন্তু অভিনেত্রীর বিরুদ্ধে রয়েছে পকেটমারি, চুরির মতো একাধিক অপরাধমূলক অভিযোগ। তিনবছর আগে বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন রূপা দত্ত। শুক্রবার (৩১ অক্টোবর) আবারও তাঁকে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। তবে এবার কী অপরাধ তাঁর? জানা গিয়েছে, পোস্তায় একটি চুরির ঘটনার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ অক্টোবর পোস্তা থানার আদি বাঁশতলা লেনে কেনাকাটা সময় এক মহিলার ব্যাগ থেকে প্রায় ২০ গ্রামের একটি সোনার মঙ্গলসূত্র, ২১ গ্রামের একটি সোনার চেন, দুটি সোনার বালা এবং নগদ চার হাজার টাকা চুরি হয়ে গিয়েছিল। এরপর ওই মহিলা থানায় অভিযোগ জানাতেই পুলিশ তদন্ত শুরু করে। এরপর তদন্তে নেমে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। সেখানেই ধরা পড়েন রূপার মুখ।

এরপরেই গতকাল রাতে বড়বাজার থানা এলাকার নন্দরাম মার্কেটের কাছ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে অভিনেত্রী রূপা দত্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং রূপার স্বীকারোক্তির পর তাঁর বাড়ি থেকে প্রায় ৬২.৯৫ গ্রাম সোনার গহনা উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটিয়েছেন তিনি। এর আগে ২০২২ সালে কলকাতা বইমেলা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। যখন তিনি একটি মানিব্যাগ চুরি করার পর ডাস্টবিনে ফেলে রেখে পালাচ্ছিলেন। সন্দেহ হওয়ার পরেও পুলিশকর্মী তাঁকে আটকান। কেন তিনি মানিব্যাগ ফেলে চলে যাচ্ছিলেন, তা জানতে চাওয়া হলে অভিনেত্রীর কাছ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি।

তারপর তাঁর ব্যাগ খুলে তল্লাশি চালিয়ে নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার হয়। সেখানে একাধিক মানিব্যাগও ছিল। এরপরেই পকেটমারির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। মুলত জয় মা বৈষ্ণোদেবী নামে একটি হিন্দি সিরিয়ালে অভিনয়ের জন্য তিনি পরিচিত। পাশাপাশি বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ২০২০ সালে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ‘অশ্লীল বার্তা’ পাঠানোর অভিযোগ তুলে শিরোনামে এসেছিলেন তিনি। তবে পরে জানা যায়, সেই অনুরাগ কাশ্যপ অন্য কেউ ছিল। আসলে সিরিয়াল, সিনেমায় চুরির ঘটনা বা চোরের ভূমিকায় তো প্রায়শই দেখা যায় অভিনেতা-অভিনেত্রীদের ৷ কিন্তু বাস্তবে যদি এমন ঘটনা ঘটে, তাও আবার তিনি যদি অভিনেত্রী হন ৷ তাহলে বিষয়টা আতঙ্কিত হয়ে দাঁড়ায়!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

SIR: ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম খোলার নির্দেশ মমতার

ডেঙ্গু দমনে জোর তৎপর রাজ্য, ৭৫০ কোটি খরচ স্বাস্থ্য দফতরের

‘আগামী ৬ মাস অ্যাসিড টেস্ট ‘, SIR নিয়ে কর্মী সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ অভিষেকের

হাড়হিম পরিণতি! মায়ের চোখ এড়িয়ে পুকুরে নেমে মৃত শিশু, আশঙ্কাজনক ১

SIR আতঙ্কে রাজ্যে মৃত্যু মিছিল , ব্যারাকপুরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতীগৃহবধূ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ