এই মুহূর্তে




ইতালিতে গাড়ি দুর্ঘটনার পরে প্রথমবার সামনে এলেন ‘স্বদেশ’ নায়িকা, কোথায় দেখা মিলল তাঁর?

নিজস্ব প্রতিনিধি: গতকাল ধনকুবের মুকেশ আম্বানি ও নীতা আম্বানির জিও ওয়ার্ল্ড প্লাজার গ্র্যান্ড ওপেনিং- উপলক্ষে মুম্বইয়ে বসেছিল তারকাখচিত আসর। কে না ছিলেন না, গোটা বলিউড গতকাল জিও ওয়ার্ল্ড প্লাজার লঞ্চ ইভেন্টে ভিন্ন অবতারে ধরা দিয়েছিলেন। সলমন খান থেকে শুরু করে আলিয়া ভাট, সারা আলি খান, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, করিশ্মা কাপুর, অনন্যা পাণ্ডে, তমন্না ভাটিয়া, রণবীর সিং, খুশি কাপুর, মানুষী চিল্লারকে না ছিলেন না। সবাই একেবারে সেরা ডিজাইনারদের বানানো পোশাকে সেজে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন। তবে সবার থেকেও বেশি নজর কাড়লেন স্বদেশ অভিনেত্রী গায়ত্রী যোশি এবং তাঁর স্বামী বিকাশ ওবেরয়। ইতালিতে গাড়ি দুর্ঘটনার পর এটাই ছিল তাঁদের প্রথম পাবলিক ইভেন্টে ক্যামেরার সামনে মুখ দেখানো।

গায়ত্রী যোশি এবং তাঁর স্বামী বিকাশ ওবেরয় মুম্বাইতে জিও ওয়ার্ল্ড প্লাজার গ্র্যান্ড লঞ্চে লাল গালিচাতে হেঁটে সকলকে একেবারে মুগ্ধ করে দেন। স্বামীর সঙ্গে পাপারাজ্জির সামনে পোজও দেন অভিনেত্রী। বিকাশ ওবেরয়, যিনি ওবেরয় রিয়েলটির চেয়ারম্যান এবং এমডি, ইতালিতে তাঁদের গাড়ি দুর্ঘটনার পর প্রথমবার শিরোনাম হলেন তাঁরা। এদিন গায়ত্রী যোশী একটি হলুদ পালকযুক্ত হাতা সহ পোশাক পরেছিলেন, আর বিকাশ, একটি নীল স্যুটে পরেছিলেন। যার বর্তমান নেট মূল্য ফোর্বস রিপোর্ট অনুসারে $3.7 বিলিয়ন। জিও ওয়ার্ল্ড প্লাজা লঞ্চ ইভেন্টে একসঙ্গে তাঁরা আসেন, এবং দুজনেই ছবির জন্য পোজ দেন। 

বিকাশ ও গায়ত্রীর গাড়ি দুর্ঘটনা

অক্টোবরের শুরুতে, গায়ত্রী এবং বিকাশ ওবেরয় মুম্বাইতে ফিরে এসেছেন। ইতালিতে তাঁদের সঙ্গে চরম দুর্ঘটনা ঘটে। তাঁদের ল্যাম্বরঘিনি গাড়ির সঙ্গে ধাক্কায় সার্ডিনিয়ায় দুই সুইজারল্যান্ড নাগরিক মারা যান। বিকাশ তখন গাড়ি চালাচ্ছিলেন। তাঁরা যদি দোষী সাব্যস্ত হতেন, তাহলে তাঁদের ৭ বছরের জেল হতে পারত। তবে তাদের ছেড়ে দেওয়া হয়, কারণ তাঁর বিরুদ্ধে প্রাথমিকভাবে কোনও প্রমাণ ছিল না। ইতালীয় প্রকাশনা L’Unione Sarda-এর এক প্রতিবেদনে বলা হয়েছে , বিকাশ নীল ল্যাম্বরগিনি হুরাকান চালাচ্ছিলেন। ল্যাম্বরগিনির ছাদ ছিঁড়ে যায়, তবে বিকাশ এবং গায়ত্রী উভয়ই অক্ষত ছিলেন। ওবেরয় রিয়েলটি সেই সময়ে একটি বিবৃতিতে বলেছিল, “আমাদের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মিঃ বিকাশ ওবেরয় এবং তাঁর স্ত্রী মিসেস গায়ত্রী ওবেরয় ২ রা অক্টোবর ২০২৩ তারিখে ইতালির সার্ডিনিয়াতে দুর্ঘটনার শিকার হয়েছেন। ঈশ্বরের কৃপায় তারা দুজনেই অক্ষত হয়ে নিরাপদে মুম্বাইতে ফিরে এসেছেন। গায়ত্রী, যাঁকে আশুতোষ গোয়ারিকারের ২০০৪ সালের চলচ্চিত্র স্বদেশে শাহরুখ খানের সঙ্গে দেখা গিয়েছিল। তার পরে তিনি আর কোনও ছবিতে অভিনয় করেননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

ঢাকা যৌথবাহিনীর অভিযানে অভিনেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-মাদক

ছবির প্রচারে বাইক নিয়ে কেরামতি! ব্যস্ত রাস্তায় স্টান্ট দেখাতে গিয়ে আইনি বিপাকে টিকু-মানসী

পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার গহনা চুরি, বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী

‘দাউদ সন্ত্রাসী নয়’, অন্ধকার জগতের বেতাজ বাদশাকে দরাজ শংসাপত্র ‘প্রেমিকা’ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ