এই মুহূর্তে




এই সিনেমার পর অমিতাভ আর রেখার সঙ্গে কাজ করতে চাননি

নিজস্ব প্রতিনিধি: অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন বাস্তব জীবনের মতো রুপোলি পর্দাতেও অনেকবার জুটি বেঁধেছেন। বিবাহ পরবর্তী সময়ে খুব বেশি সিনেমায় আর অমিতাভ-জয়াকে সেভাবে খুব বেশি দেখা যায়নি। তবে বিগ বি সবচেয়ে বেশি জুটি বেঁধেছেন রেখার সঙ্গে। কিন্তু একটা সময়ের পর আর তাঁরা একসঙ্গে কাজ করেননি। এ প্রসঙ্গে জয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অমিতাভের এই সিদ্ধান্তের কারণ।

আসলে ‘মুকাদ্দর কা সিকান্দর’ সিনেমায় অমিতাভের সঙ্গে রেখার কিছু রোমান্টিক দৃশ্যের শুটিং করেছিলেন। পরে, যখন ছবিটি প্রদর্শনী হয়য় তখন সেই দৃশ্যগুলি দেখে রেখা কাঁদতে শুরু করেন। ২০০৮ সালে পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেছিলেন, “মুকাদ্দর কা সিকান্দার-এর ট্রায়াল শো-এর এক সপ্তাহ পর, ইন্ডাস্ট্রির সবাই আমাকে বলছিল যে অমিতাভ বচ্চন প্রযোজকদের কাছে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি আর রেখার সাথে কাজ করবেন না। বাকি সকলে আমাকে এই ব্যাপারে বললেও উনি কিন্তু একটা কথাও বলেননি। যখন আমি অমিতজিকে এ ব্যাপারে প্রশ্ন করার চেষ্টা করি, তখন তিনি বলেন, “আমি একটা কথাও বলব না। আমাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করো না।”

একই কথোপকথনে জয়া বলেছিলেন যে হিট জুটি হিসাবে অমিতাভ-রেখা অসংখ্য সিনেমা করলেও ‘মুকাদ্দর কা সিকান্দর’র পরে অমিতাভ আর রেখার সঙ্গে কাজ করেননি। যদি অমিতাভ বচ্চন রেখার সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিতেন, তাহলেও জয়ার কোনও ব্যক্তিগত সমস্যা নেই বলেই জানিয়েছিলেন পর্দার ‘গুড্ডি’।

অমিতাভ বচ্চন এবং অভিনেত্রী রেখার সম্পর্ক নিয়ে যে ‘গুজব’ সে প্রসঙ্গেও বক্তব্য রেখেছিলেন জয়া। ‘মিলি’ জানিয়েছিলেন যে এই গুজব সম্পর্কে তিনিও জানতেন। কিন্তু এই গুজবে যদি বিন্দুমাত্রও সত্যতা থাকত তাহলে অমিতাভ আজ রেখার সঙ্গে থাকতেন।

কৌশলি জয়া অত্যন্ত স্পষ্ট ভাবে বলেন, “যদি কেউ থাকত, তাহলে উনি অন্য কোথাও থাকতেন। তাই না? পর্দায় জুটি হিসেবে মানুষ তাদের পছন্দ করেছে, আর ঠিক আছে। মিডিয়া তাঁকে তাঁর প্রতিটি নায়িকার সাথে যুক্ত করার চেষ্টা করেছিল। আমি যদি এটাকে গুরুত্ব সহকারে নিতাম, তাহলে আমার জীবন নরকে পরিণত হত। আমরা খুব কঠিন মানুষ।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

ঢাকা যৌথবাহিনীর অভিযানে অভিনেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-মাদক

ছবির প্রচারে বাইক নিয়ে কেরামতি! ব্যস্ত রাস্তায় স্টান্ট দেখাতে গিয়ে আইনি বিপাকে টিকু-মানসী

পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার গহনা চুরি, বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী

‘দাউদ সন্ত্রাসী নয়’, অন্ধকার জগতের বেতাজ বাদশাকে দরাজ শংসাপত্র ‘প্রেমিকা’ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ