এই মুহূর্তে




‘শাহরুখের থেকেও আমি ব্যস্ত, দিনে তিনটি করে প্রোজেক্ট ফিরিয়ে দিই’: অনুরাগ কাশ্যপ

নিজস্ব প্রতিনিধি: মুম্বই ছেড়েছেন দক্ষিণে চলে গিয়েছেন স্বনামধন্য পরিচালক অনুরাগ কাশ্যপ। তাও বহুদিন হয়ে গেল। মুম্বইয়ে তাঁর কোনও ভবিষ্যত নেই, নেপোটিজম ভরে গিয়েছে। এমনটাই দাবি করে বলিউড ছেড়েছেন অনুরাগ কাশ্যপ। এছাড়াও তিনি বেফাঁস মন্তব্যের জন্যেও পরিচিত। তবে এবার ‘শাহরুখ খানের থেকেও ব্যস্ত’, এমনটা দাবি করে সংবাদের শিরোনামে এলেন অনুরাগ কাশ্যপ। মাস কয়েক আগেই ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘মুক্কাবাজ’, ‘স্যাকার্ড গেমস’-এর মতো দুর্দান্ত প্রজেক্ট তৈরি করা পরিচালক অনুরাগ কাশ্যপ বলিউড ছেড়েছেন।

তিনি এখন দক্ষিণেই নিজের শাখা প্রশাখা বিস্তার করেছেন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজ উপভোগ করছেন। ইতিমধ্যেই ‘মহারাজা’, ‘রাইফেল ক্লাব’-এর মতো একাধিক দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ। সেই কারণে চলচ্চিত্র নির্মাণ থেকে দূরে রয়েছেন তিনি। তাঁর পরিচালিত শেষ ছবি ছিল ‘কেনেডি’, যা এখনও ভারতে মুক্তি পায়নি। তবে হিন্দি সিনেমা এবং ছবি নির্মাণ ছেড়ে দেওয়ার জন্য ব্যাপক কটাক্ষের শিকার হচ্ছেন অনুরাগ কাশ্যপ। কারণ তাঁর ভিট ছিল বলিউড। তাই এত তাড়াতাড়ি নিজেই জগতকে ভুলে যাওয়া তাঁর উচিত হয়নি, এমনটাই দাবি করেছেন নেটিজেনরা। এবার মিষ্টি ভাষায় ট্রোলারদের জবাব দিলেন অনুরাগ কাশ্যপ। বলিউডের প্রাক্তন পরিচালক তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন যে, তিনি চলচ্চিত্র নির্মাণ ছেড়ে কোথাও যাচ্ছেন না। কিন্তু তিনি এখন শাহরুখ খানের চেয়েও বেশি ব্যস্ত।

অনুরাগ লিখেছেন, ‘আমি এক শহর ছেড়ে অন্য শহরে এসেছি। কিন্তু আমি চলচ্চিত্র নির্মাণ ত্যাগ করিনি। যারা মনে করেন আমি বিরক্ত হয়ে বলিউড ছেড়েছি, এটা তাদের জন্য। আমি এখনও এখানে আছি এবং শাহরুখ খানের চেয়েও বেশি ব্যস্ত। আর এই কাজটা আমাকে করতেই হবে কারণ আমি তার মতো বেশি টাকা আয় করি না। ২০২৮ সালের আগে আমার কোনও তারিখ নেই। আমার পরিচালনার জন্য ৫টি প্রকল্প রয়েছে যা আশা করি এই বছর মুক্তি পাবে। এর মধ্যে ৩টি প্রকল্প এই বছর মুক্তি পাবে এবং বাকিগুলো আগামী বছরগুলিতে। আমার কাছে IMDb-এর সবচেয়ে দীর্ঘ টাইমলাইন আছে এবং আমার এত কাজ যে আমাকে দিনে ৩টি প্রজেক্টের জন্য না বলতে হয়।’  শাহরুখ খানকে বিঁধেই যে তিনি এ কথাগুলি বলেছেন, তা জানতে বাকি নেই কারো। বর্তমানে অনুরাগ কাশ্যপকে দক্ষিণের অনেক ছবিতে দেখা যাচ্ছে। তিনি সেখানে ছবি পরিচালনা করবেন, একই সঙ্গে কিছু ছবিতে অভিনয়ও করবেন। তার নতুন হিন্দি তেলেগু ছবি ‘ডাকাইট’ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে যেখানে মৃণাল ঠাকুরকেও তার সঙ্গে দেখা যাবে। প্রসঙ্গত, মাস কয়েক আগে পরিচালক একটি সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছিলেন যে, তিনি মুম্বই ছেড়ে দক্ষিণে স্থায়ী হতে চান কারণ তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে বিরক্ত। তিনি বিশ্বাস করেন যে ইন্ডাস্ট্রিতে সবাই সংখ্যার পিছনে ছুটছে। কেউ বাস্তব গল্পে আগ্রহী নয়। বলিউড ছাড়ার পর, এবার অনুরাগ কবে দক্ষিণে তাঁর প্রথম পরিচালিত ছবি মুক্তি দেবেন, তাই দেখার অপেক্ষায় ভক্তরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

ঢাকা যৌথবাহিনীর অভিযানে অভিনেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-মাদক

ছবির প্রচারে বাইক নিয়ে কেরামতি! ব্যস্ত রাস্তায় স্টান্ট দেখাতে গিয়ে আইনি বিপাকে টিকু-মানসী

পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার গহনা চুরি, বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী

‘দাউদ সন্ত্রাসী নয়’, অন্ধকার জগতের বেতাজ বাদশাকে দরাজ শংসাপত্র ‘প্রেমিকা’ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ