এই মুহূর্তে




ছেলে বিদেশে, আগামিকাল শেষকৃত্য ডিস্কো কিংয়ের

নিজস্ব প্রতিনিধিঃ সংগীত জগতের আকাশে আরও ঘন কালো শোকের মেঘ। সবেই কিন্নরকণ্ঠী, সরস্বতীর বরপুত্রী লতা মঙ্গেশকরের চলে যাওয়ার শোক কাটিয়ে ধীরে ধীরে ফের ছন্দে ফিরছে দেশ। তারমধ্যেই আবারও মহীরুহ পতন সংগীত জগতে। চলে গেলেন ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ী। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন ডিস্কো  ড্যান্সারের স্রষ্টা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বুধবার সকালেই প্রকাশ্যে আসে সেই খবর। শিল্পীর এমন অকাল প্রয়াণে শোকে মুহ্যমান গোটা দেশ।  

অন্যদিকে জানা যাচ্ছে বুধবার নয় আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হবে ডিস্কো কিংয়ের। বাপ্পি লাহিড়ীর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে তাঁর ছেলে বাপ্পা লাহিড়ী দেশে নেই। তিনি রয়েছেন লস এঞ্জেলসে। মঙ্গলবার রাতে বাবার হঠাৎ চলে যাওয়ায় খবর পেয়েই তিনি মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বুধবার রাত দুটোর দিকে তিনি মুম্বই বিমানবন্দরে এসে পৌঁছবেন বলে খবর। এরপরেই বৃহস্পতিবার বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন করবেন তাঁর পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই বাপ্পি লাহিড়ীর পরিবারের তরফ থেকে এই বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে, ‘আগামীকাল মধ্য সকালে লস এঞ্জেলস থেকে বাপ্পার আগমনের পরেই শিল্পীর শেষকৃত্য হবে। আমরা তাঁর আত্মার জন্য ভালবাসা এবং আশীর্বাদ চাইছি।’

উল্লেখ্য, মঙ্গলবার রাতে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত এই সংগীত শিল্পী এবং সুরকার। ওই হাসপাতালের চিকিৎসক দীপক নামযোশী মঙ্গলবার রাত ১১:৪৫ নাগাদ বাপ্পি লাহিড়ীকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রাত হয়ে বাপ্পি লাহিড়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতেই বাপ্পি লাহিড়ীর মৃত্যু প্রসঙ্গে একটি সরকারি বিবৃতি জারি করে ওই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, ‘বাপ্পি লাহিড়ী OSA তথা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং বারবার বুকে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন। এই সমস্যা নিয়ে তিনি টানা ২৯ দিন জুহুর ক্রিটকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি তিনি সুস্থও হয়ে উঠেছিলেন এবং গত ১৫ ফেব্রুয়ারি তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতেও ফিরে যান। একদিন বাড়িতে থাকার পরেই তাঁর স্বাস্থ্যের পুনরায় অবনতি হয় এবং মঙ্গলবার তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় ক্রিটিকেয়ার হাসপাতালে ফিরিয়ে আনা হয়। এরপর রাত ১১ঃ৪৫-এর দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।’ 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

ঢাকা যৌথবাহিনীর অভিযানে অভিনেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-মাদক

ছবির প্রচারে বাইক নিয়ে কেরামতি! ব্যস্ত রাস্তায় স্টান্ট দেখাতে গিয়ে আইনি বিপাকে টিকু-মানসী

পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার গহনা চুরি, বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী

‘দাউদ সন্ত্রাসী নয়’, অন্ধকার জগতের বেতাজ বাদশাকে দরাজ শংসাপত্র ‘প্রেমিকা’ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ