এই মুহূর্তে




‘মঞ্চে আমাকে জড়িয়ে ধরে চেটে দেয় কান’, কনসার্টে যৌন হেনস্থার শিকার হার্ডি সান্ধু

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত পাঞ্জাবি গায়ক হার্ডি সান্ধু, বলিউডে তিনি নতুন হলেও, ইতিমধ্যেই নিজের জায়গা বেশ ভালমতোই পাকিয়ে নিয়েছেন হার্ডি সান্ধু। নিজের গানের কারণে প্রায় প্রতিদিনই তিনি খবরে থাকেন। আজ, তিনি বলিউডের প্রথম সারির সঙ্গীতশিল্পীদের মধ্যেও গণ্য মান্য। শুধু গেয়ে নয়, অভিনয়েও বেশ আগ্রহী তিনি। বিশেষ করে কবির খানের ‘৮৩’ ছবিতে হার্ডির অভিনয় মানুষের কাছে দারুণ প্রশংসিত হয়েছিল। আগামী মাস থেকে তাঁর ভারতব্যাপী কনসার্ট শুরু হতে চলেছে। সম্প্রতি হার্ডি তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কিত একটি চমকপ্রদ খবরের জন্যে শিরোনাম হলেন। বর্তমানে একাধিক বিদেশী গায়কের কনসার্টে দর্শকদের দ্বারা সৃষ্ট অনেক ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। মোটামুটি সবাইর জানা, ভিড়ের জায়গায় লাইভ কনসার্টের সময় অনেক মহিলা সেলিব্রিটিদের অশ্লীল ঘটনার সম্মুখীন হতে হয়।

এমনকী বিদেশে দর্শকদের গান ভালো না লাগলে ব্রা, জুতো, জলের বোতল, মদের বোতল নানারকম জিনিসপত্র ছুঁড়তে দেখা যায়। কিন্তু পুরুষ গায়কদের এমন জঘন্য অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় না বললেই চলে। কিন্তু হার্ডি নাকি একবার এমনই এক পরিস্থিতিতে পড়েছিলেন। হার্দিকের একটি বিশাল ফ্যান বেস রয়েছে এবং শুধুমাত্র তিনি বিশেষ প্রোগ্রামে পারফর্ম করেন। গায়কের কথায়, হঠাৎ, একবার তাঁর একদিন প্রোগ্রাম চলাকালীন একজন মধ্যবয়সী মহিলা তাঁকে শ্লীলতাহানি করার চেষ্টা করেন, ঘটনাটি তিনি নিজেও প্রথমে বুঝতে পারেননি। সম্প্রতি একটি মিডিয়া সাক্ষাৎকারে, হার্ডি বলেন তখন তিনি একটি ব্যক্তিগত বিয়েতে পারফর্ম করতে গিয়েছিলেন। সেই সময় একজন নারী তাঁকে অনুচিতভাবে স্পর্শ করার চেষ্টা করেন। মহিলাটির বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে হবে। তিনি নাচছিলেন এবং তাঁর সঙ্গে মঞ্চে আসতে চেয়েছিলেন।

গায়ক বলেন, “তিনি মঞ্চে আসার জন্য পীড়াপীড়ি করছিলেন। আমি তাকে বলেছিলাম যে আমি আপনাকে ডাকলে অন্যরাও তা করতে চাইবে। কিন্তু তবুও সে রাজি হয়নি। এরপর আমি হাল ছেড়ে দিয়ে তাকে মঞ্চে আসতে দিয়েছিলাম। এরপর তিনি আমাকে একটি গানে নাচতে অনুরোধ করেন। আমি বললাম ঠিক আছে। একটি গানে নাচের পর, ভদ্রমহিলা আমাকে তাকে জড়িয়ে ধরতে বললেন। আমি হ্যাঁ বললাম। তিনি আমাকে জড়িয়ে ধরে পরে আমার কান চেটে দিলেন। চুমু খেতে থাকে। ঘটনার আকস্মিকতায় আমার হৃদয় স্তম্ভিত হয়ে গেল। ভাবুন আমার সঙ্গে যদি এমন কিছু হতো তাহলে কি বলতাম?” উল্লেখ্য, তরুণদের মধ্যে হার্ডি সান্ধু তাঁর গানের জন্য ব্যাপক বিখ্যাত। তিনি ভক্তদের ‘বিজলি-বিজলি’, ‘নাহ গরিয়ে’, ‘সোচ’, ‘ব্যাকবন’, ‘তিতলিয়ান’-এর মতো অনেক হিট গান উপহার দিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

ঢাকা যৌথবাহিনীর অভিযানে অভিনেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-মাদক

ছবির প্রচারে বাইক নিয়ে কেরামতি! ব্যস্ত রাস্তায় স্টান্ট দেখাতে গিয়ে আইনি বিপাকে টিকু-মানসী

পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার গহনা চুরি, বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী

‘দাউদ সন্ত্রাসী নয়’, অন্ধকার জগতের বেতাজ বাদশাকে দরাজ শংসাপত্র ‘প্রেমিকা’ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ