এই মুহূর্তে




পলক অতীত, রবিনার মেয়ের প্রেমে পড়েছেন ইব্রাহিম, সইফ পুত্রকে নিয়ে নয়া গুঞ্জন

নিজস্ব প্রতিনিধি: সে কী কাণ্ড! পলক তিওয়ারি নয়, রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাদানির সঙ্গে প্রেম করছেন সইফ আলি খানের ছেলে ইব্রাহিম খান! আইপিএল ম্যাচে দুটিকে একসঙ্গে দেখা যেতেই গুঞ্জন শুরু! তাহলে এতদিন পলক তিওয়ারির সঙ্গে কী সময় পাস করছিলেন ইব্রাহিম আলি খান? দীর্ঘদিন ধরেই টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে ইব্রাহিমের প্রেমের গুঞ্জন রয়েছে! প্রায়শই তাঁদের দুটিকে একসঙ্গে দেখা যায়। একই গাড়িতে চেপে নানা ইভেন্টে উপস্থিত হতেও দেখা যায়। তাঁদের ছবি পাপারাজ্জিদের ক্যামেরায় উঠে আসে। যদিও ইব্রাহিম সর্বদা পলককে ভালো বন্ধু হিসেবে অভিহিত করেছেন। কখনই নিজেদের সম্পর্কে শিলমোহর দেননি তাঁরা।

এবার ইব্রাহিমকে নিয়ে নয়া গুঞ্জন! রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাদানির সঙ্গে নাকি প্রেম করছেন ইব্রাহিম? তবে তাঁরও বাবার মতো প্রেমিকা বদলানোর অভ্যাস রয়েছে? সইফ আলি খানের প্রথম স্ত্রী অমৃতা সিংহ। সেই ঘরেই অভিনেতার দুটি সন্তান, ইব্রাহিম এবং সারা আলি খান। অমৃতাকে ডিভোর্সের পর ২০১২ সালে করিনা কাপুরকে ভালোবেসে বিবাহ করেন সইফ। সেই ঘরেও তাঁর দুই ছেলে। তবে সারা ও ইব্রাহিমকেও সর্বদা চোখে চোখে রাখেন তিনি। মায়ের সঙ্গে সম্পর্ক না থাকলেও বাবার সঙ্গে সর্বদা যোগাযোগ রাখবেন সারা ইব্রাহিম। করিনার সঙ্গেও তাঁদের ভাল সম্পর্ক। এদিকে রবিনার মেয়ে সদ্য বলিউডে ডেবিউ করেছেন। মায়ের মতোই নাচে পটু হয়েছেন তিনি। গতকাল ১৭ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানস এবং সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ ছিল। ম্যাচে অনেক বলিউড তারকারা উপস্থিত হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ইব্রাহিম, রাশাও।

খেলা শেষ হওয়ার পরে, ইব্রাহিম ও রাশাকে একসঙ্গে স্টেডিয়াম থেকে বের হতে দেখা যায়। বীর পাহাড়িয়াও তাঁদের সঙ্গে ছিলেন। দেখা মাত্রই তাঁদের পাপারাজ্জিরা ঘিরে ধরে। তবে বীর তাঁদের সঙ্গে কথা বললেও রাশা ও ইব্রাহিম এক ঝলক দেখিয়েই চত্বর ছাড়েন। শুধু স্টেডিয়াম নয়, রাশা ও ইব্রাহিমকে একসঙ্গে ‘কেশরী 2’-এর প্রিমিয়ারেও দেখা গিয়েছিল। পাপারাজ্জিদের সামনে তাঁরা পোজও দিয়েছিলেন। সুতরাং বোঝা যাচ্ছে, ইব্রাহিম ও রাশা চুটিয়ে প্রেম করছেন। পলককে বন্ধু বলে দাবি করার পর এই জল্পনা আরও বেড়েছে। ইব্রাহিম ও পলকের প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই চলছে। তাঁরা একসঙ্গে মালদ্বীপেও ঘুরতে গিয়েছিলেন। কিন্তু সম্পর্কের কথা কখনই স্বীকার করেননি তাঁরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

ঢাকা যৌথবাহিনীর অভিযানে অভিনেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-মাদক

ছবির প্রচারে বাইক নিয়ে কেরামতি! ব্যস্ত রাস্তায় স্টান্ট দেখাতে গিয়ে আইনি বিপাকে টিকু-মানসী

পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার গহনা চুরি, বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী

‘দাউদ সন্ত্রাসী নয়’, অন্ধকার জগতের বেতাজ বাদশাকে দরাজ শংসাপত্র ‘প্রেমিকা’ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ