এই মুহূর্তে




ফের শাকিব খানের সঙ্গে অভিনয়ের সুযোগ, ভাগ্য খুলছে ইধিকার

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ও কলকাতার দর্শকদের কাছে পরিচিত মুখ ইধিকা পাল। এক সময়ে টালিগঞ্জের ধারাবাহিকের নিয়মিত মুখ ছিলেন তিনি। ২০২৩ সালের জুন মাসে তাঁর কেরিয়ারে আসে নতুন মোড়। সে বছর হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমাসিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিষেক ঘটে তাঁর। সেই সিনেমা রাতারাতি জনপ্রিয় করে দেয় ইধিকাকে।

প্রিয়তমামুক্তির পর ইধিকার নাম দুই বাংলাতেই ছড়িয়ে পড়ে এই সিনেমায় তিনি অভিনয় করেছিলেন ইতিনামে এক চরিত্রে। বহু মানুষ এই চরিত্রটির প্রশংসা করেছেন মন খুলে, কেউ আবার সমালোচনা করেছেন। তবে নিন্দা তিনি পাননি কারও কাছথেকেই। প্রিয়তমাযে রকম ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য অর্জন করেছিল তেমনি ইধিকার কেরিয়ারকেও নিয়ে গিয়েছিল এক অন্য উচ্চতায়। বর্তমানে ধারাবাহিকের গণ্ডী পেরিয়ে সিনেমায় প্রথম সারির নায়িকা হয়ে উঠেছেন ইধিকা। বর্তমানে টলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকাও তিনি।

প্রিয়তমার সাফল্যের পর ইধিকার ডাক পড়ে দেবের সঙ্গে অভিনয় করার জন্য। দর্শকদের কাছে প্রশংসিত হয় তাঁর অভিনীতচরিত্র। এরপর আবার ইধিকা ফিরে আসেন বাংলাদেশের সিনেমায়। শাকিব খানের সঙ্গে অভিনয় করেন বরবাদ‘-এ। এখানেও তিনি প্রশংসিত। ইধিকা অভিনয় করছেন বহুরূপ ও রঘু ডাকাতেও। 

শোনা যাচ্ছে ফের নাকি তিনি বাংলাদেশের সিনেমায় ফিরতে চলেছেন। তাও আবার শাকিব খানের বিপরীতে। শাকিবের আগামী ঈদ উল ফিতরের সিনেমা প্রিন্স‘-এর নায়িকা হিসেবে নাকি ঠিক হয়েছে এই ইধিকা পালের নাম। এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না করা হলেও এই খবর নাকি একেবারে সত্য।

সূত্রের খবর, ইধিকার সঙ্গে ভারতীয় মুদ্রায় ২৮ লক্ষ টাকার চুক্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৫ লক্ষ টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন নায়িকা। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণার আগে কিছুটা সময় নিতে চাইছেন নির্মাতারা। প্রিন্স সিনেমাটি ৯০ দশকের ঢাকা আন্ডাওয়ার্ল্ড ঘিরে নির্মিত হচ্ছে। এখানে থাকবে প্রেম-ভালোবাসা, অ্যাকশন ও ইমোশনের সমন্বয়। সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত। চিত্রনাট্যলিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মহম্মদ নাজিম উদ্দিন।

সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম মিলি। এই চরিত্রের জন্যই অনেকের অডিশন হয়েছিল। শেষ পর্যন্ত কে এই চরিত্রের অভিনয় করছেন তা অবশ্য এখনও জানা যায়নি। বর্তমানে শাকিব খান ব্যস্ত রয়েছেন তাঁর সোলজারপ্রজেক্ট নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী এবং তানজিন তিশা। এই সিনেমাটি আগামী ডিসেম্বর মাসে মুক্তি পাবে। ইধিকা বর্তমানে প্রজাপতি ২-এরশুটিংয়ে লন্ডনে রয়েছেন। এখানেও তিনি অভিনয় করছেন দেবের বিপরীতে। এই নিয়ে দেবের সঙ্গে তিনটি সিনেমা একসঙ্গে কাজ করলেন ইধিকা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

ঢাকা যৌথবাহিনীর অভিযানে অভিনেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-মাদক

ছবির প্রচারে বাইক নিয়ে কেরামতি! ব্যস্ত রাস্তায় স্টান্ট দেখাতে গিয়ে আইনি বিপাকে টিকু-মানসী

পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার গহনা চুরি, বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী

‘দাউদ সন্ত্রাসী নয়’, অন্ধকার জগতের বেতাজ বাদশাকে দরাজ শংসাপত্র ‘প্রেমিকা’ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ