এই মুহূর্তে




মেয়ের পোশাক পরেছ নাকি! অ্যাওয়ার্ড শোতে গিয়ে ট্রোলের মুখে কাজল

নিজস্ব প্রতিনিধি: ওটিটিতে ডেবিউ করেই সাফল্য অর্জন করে ফেলল বলিউড অভিনেত্রী কাজল। কোর্ট ড্রামা ‘দ্য ট্রায়াল’ দিয়ে ওটিটিতে ডেবিউ করেছেন অভিনেত্রী কাজল। এমনিতেই পাপারাজ্জিদের ক্যামেরা সবসময় তাক করে থাকে কাজলের দিকে। কাজলের দ্রুত হাঁটার ভিডিও প্রায়শই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ার আনাচে-কানাচে চর্চা চলছেই। যাই হোক, গতকাল OTT অ্যাওয়ার্ড শোতে একটি আঁটসাঁট কালো বডিকন পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছিলেন কাজল। আর সেটাই এখন নেটিজেদের গসিপের টপিক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফিগার তাঁর বেশ ভারী হয়ে গিয়েছে। তাই তাঁর পোশাকে ফুটে উঠেছে মোটা ফিগার। সেটা নিয়েই গসিপ শীর্ষে উঠেছে। কেউ কেউ বলেছেন অভিনেত্রী তাঁর মেয়ে নাইসার পোশাক পরেছেন। যদিও তাকে যথেষ্ট মার্জিত দেখাচ্ছিল, কিন্তু তিনি পোশাকে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেনি।

ইভেন্ট থেকে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গেই তিনি অনলাইন ট্রোলের লক্ষ্যে পরিণত হয়েছেন। কেউ কেউ আবার তাঁর পোশাক পছন্দের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত, বলে মনে করেছেন। তবে আঁটসাঁট পোশাক পরার জন্য কাজলকে এই প্রথম অনলাইনে সমালোচনার মুখোমুখি হতে হয়নি। গত বছর যখন তিনি অপূর্ব মেহতার জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছিলেন, এবং তার পোশাক পছন্দ নিয়ে অনলাইনে ব্যপক ট্রোলিং হয়েছিল। বিশেষত তিনি বডি শেমিং-এর শিকার। তবে গতকাল কাজল তাঁর আঁটসাঁট পোশাকের কারণে হাঁটতেও অসুবিধা হচ্ছিল। ভাইরাল ভায়ানির পোস্ট করা ভিডিওতে কাজলকে দেখা যাচ্ছে, অভিনেতা কালো বডিকন পোশাক এবং লম্বা চুলের এক্সটেনশনে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। তবে সবাই ভাবছেন কাজল তাঁর ভুড়ি লুকানোর জন্য একটি বেল্ট ব্যবহার করেছেন। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অভিনেতাকে ওজন কমাতে বলেছেন।

কাজলের ভিডিওতে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, “একজন তারকা অভিনেত্রী হওয়ার কারণে, তার সচেতন হওয়া উচিত। তার বাড়িতে কি একটি সম্পূর্ণ আচ্ছাদিত আয়না নেই”। একজন নেটিজেন এমনকি তাকে জিজ্ঞাসা করেছিলেন, “৪৭ বছর বয়সেও তিনি কি প্রেগনেন্ট! নাকি এটা শুধুই ওজন?” কাজলের সঙ্গে ছিলেন এদিন তাঁর ভাগ্নে আমান দেবগনকেও দেখা গিয়েছে। কালো স্যুটেও হাজির হয়েছিলেন তিনি। কাজের ফ্রন্টে, কাজলকে শেষ দেখা গিয়েছিল হটস্টার সিরিজ ট্রায়াল এবং সালাম ভেঙ্কি মুভিতে বিশাল জেথওয়ার সঙ্গে। তাকে পরবর্তীতে কৃতী স্যাননের বিপরীতে তিন পট্টিতে দেখা যাবে। এই ছবিটি প্রযোজক হিসাবে কৃতি শ্যাননের আত্মপ্রকাশও চিহ্নিত করবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

ঢাকা যৌথবাহিনীর অভিযানে অভিনেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-মাদক

ছবির প্রচারে বাইক নিয়ে কেরামতি! ব্যস্ত রাস্তায় স্টান্ট দেখাতে গিয়ে আইনি বিপাকে টিকু-মানসী

পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার গহনা চুরি, বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী

‘দাউদ সন্ত্রাসী নয়’, অন্ধকার জগতের বেতাজ বাদশাকে দরাজ শংসাপত্র ‘প্রেমিকা’ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ