এই মুহূর্তে




কেরিয়ারে খরা কাটল, মুক্তির আগেই ২ কোটি আয় করে ফেলেছে অক্ষয়ের ‘কেশরী 2’

নিজস্ব প্রতিনিধি: ১৮ এপ্রিল মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘কেশরী ২’। ছবিটি জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের অবলম্বনে নির্মিত হয়েছে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, অক্ষয় কুমার, অনন্যা পাণ্ডে, মাধবন-সহ আরও অনেকে। ছবিতে ব্রিটিশ বিরোধী আইনজীবীর ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারেকে। ছবিটি নিয়ে ভীষণই উত্তেজিত ভক্তরা। তার আভাস মিলছে ছবির অগ্রিম টিকিট বুকিংয়ে। কারণ ছবির অগ্রিম টিকিট বুকিংয়ে রীতিমতো ঝড় উঠছে। বিগত কয়েক বছর ধরেই অক্ষয় কুমারের কেরিয়ারে খরা নেমেছে। বছরে তাঁর একাধিক ছবি মুক্তি পেলেও কোনও ছবিই বক্সঅফিসে সাফল্য পায়নি। ‘কেশরী 2’ নিয়ে ব্যাপক উত্তেজিত খিলাড়ি কুমারের ভক্তরা। আশা, এই ছবির মাধ্যমে কেরিয়ারে মূল স্রোতে ফিরবেন নায়ক। ছবির অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। এবং তাতে সাফল্যও মিলছে।

স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই ‘কেশরী 2’ ছবির ৩,৫০৩টি শোতে ২৪,৯৩৫টি টিকিট বিক্রি হয়েছে এবং অগ্রিম বিক্রি থেকে ৮২.৮৫ লক্ষ টাকা আয় গিয়েছে। ইতিমধ্যেই ছবির মোট অগ্রিম বুকিং সংগ্রহ ১.৮৬ কোটি টাকায় পৌঁছেছে। মঙ্গলবার, কেশরী চ্যাপ্টার ২- এর নির্মাতারা দিল্লিতে একটি জমকালো প্রিমিয়ারের আয়োজন করেছিলেন। যেখানে বেশ কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক নেতা এবং গণ্যমান্য ব্যক্তিত্বের উপস্থিতি ছিলেন। অক্ষয় কুমার এবং আর মাধবন ব্যক্তিগতভাবে সম্মানিত অতিথিদের এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানান।

বিশেষ প্রদর্শনীর আগে, অক্ষয় কুমার দর্শকদের উদ্দেশ্যে উদ্দেশ্যে ফোন বন্ধ রাখার অনুরোধ জানান। তিনি বলেন, “আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে আপনাদের ফোন পকেটে রাখুন এবং এই ছবির প্রতিটি সংলাপ শুনুন। এর অর্থ অনেক। সিনেমা চলাকালীন যদি আপনারা আপনাদের ইনস্টাগ্রাম স্ক্রল করেন, তাহলে তা ছবির জন্য অপমানজনক হবে। তাই আমি সকলকে অনুরোধ করছি যেন আপনারা তাদের ফোন দূরে রাখেন।” জালিয়ানওয়ালাবাগ ট্র্যাজেডির পটভূমিতে, ‘কেশরী অধ্যায় ২’ নির্মিত। ছবির প্রথম অংশ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। সেটি সারাগড়ির যুদ্ধের বীরত্বপূর্ণ ঘটনার পটভূমিতে তৈরি হয়েছিল। ‘কেশরী অধ্যায় ২’- এ, গল্পটি সাহস এবং ত্যাগের উত্তরাধিকার অব্যাহত রেখে ফোকাস পরিবর্তন করবে। ছবিতে রেজিনা ক্যাসান্দ্রা, সাইমন পেসলি ডে এবং অ্যালেক্স ও’নেলও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

ঢাকা যৌথবাহিনীর অভিযানে অভিনেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-মাদক

ছবির প্রচারে বাইক নিয়ে কেরামতি! ব্যস্ত রাস্তায় স্টান্ট দেখাতে গিয়ে আইনি বিপাকে টিকু-মানসী

পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার গহনা চুরি, বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী

‘দাউদ সন্ত্রাসী নয়’, অন্ধকার জগতের বেতাজ বাদশাকে দরাজ শংসাপত্র ‘প্রেমিকা’ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ