এই মুহূর্তে




‘হম রহে ইয়া না রহে কাল’- ভাঙল জীবনজুটি

নিজস্ব প্রতিনিধিঃ এমন ভাবে আলভিদা জানাতে হবে কে জানত? কেউ না। কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেননি এই গান, এই কনসার্টই শেষ কনসার্ট। এরপরেই থেমে যাবে তাঁর কন্ঠ? নাহ, কেউ জানত না। যেমন জানতেন না কে কে-এর দর্শক তেমনি জানতেন না তাঁর স্ত্রী জ্যোতিকৃষ্ণও। তিনি জানতেন না কলকাতায় দু’দিনের কনসার্ট সেরে তাঁর ঘরের মানুষ আর ঘরে ফিরবেন না। বরং তাঁর নিথর দেহ নিয়ে বাড়ি ফিরতে হবে।

মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে অসুস্থ বোধ করেন শিল্পী। এরপর তাঁকে CMRI হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। বুধবার সকালে কলকাতায় পৌঁছান তাঁর স্ত্রী ও পুত্র নকুল। বিধ্বস্ত- ভাঙামনে কলকাতায় স্বামীর নিথর দেহ ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন স্ত্রী জ্যোতিকৃষ্ণ। কলকাতা বিমানবন্দর থেকে এদিন সোজা CMRI তে পৌঁছান তাঁরা। মেয়ে তামারা আসেননি। ময়নাতদন্তের পর কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দ্যেশে শিল্পীর মৃতদেহ নিয়ে রওনা দেবে তাঁরা মুম্বইয়ের উদ্দেশ্যে।

এদিন CMRI থেকে দেহ পৌঁছায় SSKM-য়ে। সেখানেই হবে ময়নাতদন্ত। পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফিও করা হবে। যদিও মনে করা হচ্ছে ম্যাসিভ হার্ট অ্যাটাকের জেরেই মৃত্যু হয়েছে তাঁর। এদিন শো চলাকালীন দরদর করে ঘামছিলেন। স্পটলাইট অফ করে দিতে বলছেন বারবার শিল্পী। রাত ন’টা নাগাদ শো শেষে ধর্মতলার গ্র্যান্ড হোতেলে পোউছান। হোটেলে ফিরেই আরও বেশি অসুস্থ বোধ করছিলেন। বমি করছিলেন, ঠোঁটে চোটও রয়েছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী। শোকস্তব্ধ গোতা সঙ্গীতমহল।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

ঢাকা যৌথবাহিনীর অভিযানে অভিনেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-মাদক

ছবির প্রচারে বাইক নিয়ে কেরামতি! ব্যস্ত রাস্তায় স্টান্ট দেখাতে গিয়ে আইনি বিপাকে টিকু-মানসী

পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার গহনা চুরি, বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী

‘দাউদ সন্ত্রাসী নয়’, অন্ধকার জগতের বেতাজ বাদশাকে দরাজ শংসাপত্র ‘প্রেমিকা’ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ