এই মুহূর্তে




ইমরান হাশমির লিপে কেকে-এর কণ্ঠ, ভক্তদের কাছে আবেগ

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত সঙ্গীত শিল্পী গায়ক কেকে আর নেই। শেষ একটা যুগের। ৯০ দশকের মানুষের কাছে ‘কে কে’ এর জায়গাটা ঠিক কতটা উচ্চ পজিশনে ছিল, তা বলাই বাহুল্য! ভালোবাসা কাকে বলে, সেটা যেন তাঁর গানের মাধ্যমে প্রকাশিত। ২৬ বছর ধরে তাঁর সুরের ছটায় মজেছিলেন গোটা দেশ। বলিউডে তাঁর কেরিয়ার ২৬ বছর। ১৯৯৭ সালে ‘Hum dil De chuke sanam’ গানের মাধ্যমে সঙ্গীত জগতে আত্মপ্রকাশ গায়কের। তখন থেকেই তাঁর নস্ট্যালজিক সুরের রসনায় মজে ছিলেন গোটা দেশবাসী। বলিউডের প্রথম সারির গায়কের মধ্যে কে কে এর অবস্থান অনেকটাই উঁচুতে।

 

বাংলা, হিন্দি, মারাঠিসহ মোট ৯ টি ভাষায় গান দিয়েছেন তিনি, তাঁর গানের সংখ্যায় রয়েছে প্রায় হাজারের বেশি গান। গতকাল কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ কলকাতার নজরুল মঞ্চের গুরুদাস কলেজের সোশ্যালে তাঁর লাইভ অনুষ্ঠানের শেষেই মারা যান। গান চলাকালীনই তিনি অসুস্থ বোধ করছিলেন। কেকে-কে দেখতে লাগামছাড়া জনরাশি বাঁধ ভেঙেছিল। তাঁর ফলেই গোটা নজরুল মঞ্চে ভিড় ঠেকানো যাচ্ছিল না। আর তাতেই হলের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে গিয়েছিল, হলের এসি কাজ করছিল না। তাই এতটা গরমে গায়ক গাইতে গাইতে অস্বস্তি বোধ করছিলেন, বারবার ঘাম মুছছিলেন তিনি। সবটাই সিসিটিভি ফুটেজে উঠে এসেছে। কে কে-র মৃত্যুতে শোকাহত গোটা বলিউড মহল।অনেক প্রতিভাবান শিল্পীরা তাঁর কণ্ঠে লিপ দিয়েছেন, তবে, তাঁর কন্ঠে বেশি লিপ মিলিয়েছেন বলিউড সুপারস্টার ইমরান হাশমি (Emraan Hashmi)। আর কে কে এর কণ্ঠ, ইমরান হাশমিরের অভিনয়ে দর্শকদের কাছে সেরা বিনোদন ছিল। ইমরানের একাধিক ছবিতে কেকে এর কণ্ঠে ইমরান লিপ মিলিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।

কেকে-র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইমরান হাশমি। তিনি তাঁর টুইটারে কেকে-র মৃত্যুর শোক প্রকাশ করে লিখেছেন, “তাঁর মতন একটি ভয়েস এবং প্রতিভা আর কারুর হবে না। তিনি যে গানগুলি গেয়েছেন তাতে কাজ করতে পারা সবসময়ই আমার কাছে অনেক বিশেষ পাওয়া ছিল। আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন কে কে এবং আপনি গানের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবেন।” কেকে এবং ইমরানের বিখ্যাত গানগুলি ছিল, দিল ইবাদত, জারা সা, মেরে বিনা, তু হি মেরি শাব হ্যায়, বিতে লামহেঁ, আমি প্রেমে আছি, তুঝে সোচতা হুঁ, হ্যান তু হ্যায়, জান্নাতে কাহান, জিতনে কে লিয়ে, তু হ্যায় মেরা, তু হি হকিকত, হে জানা ইত্যাদি। ইতিমধ্যেই কেকে এর মৃত্যুর কারণ জানতে, পুলিশ তদন্ত শুরু করছে। নিউমার্কেট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। কারণ বলা হচ্ছে যে, কেকে এর কপালে একটি কাটা এবং কিছু ক্ষতও ছিল। কে কে মঞ্চে পারফর্ম করার সময় গরম অনুভব করছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

ঢাকা যৌথবাহিনীর অভিযানে অভিনেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-মাদক

ছবির প্রচারে বাইক নিয়ে কেরামতি! ব্যস্ত রাস্তায় স্টান্ট দেখাতে গিয়ে আইনি বিপাকে টিকু-মানসী

পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার গহনা চুরি, বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী

‘দাউদ সন্ত্রাসী নয়’, অন্ধকার জগতের বেতাজ বাদশাকে দরাজ শংসাপত্র ‘প্রেমিকা’ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ