এই মুহূর্তে




‘তোমার নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে’, ট্রোলারকে উচিত শিক্ষা দিলেন স্পষ্টভাষী সোনাক্ষী সিনহা

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের ২৩ জুন প্রেমিক জাহির ইকবালকে আন্তঃধর্মীয় আইনি ধারাতে বিবাহ করেন সোনাক্ষী সিনহা। ৭ বছর আগে যেদিন থেকে তাঁদের সম্পর্ক শুরু হয়ে ছিল, সেদিনেই আইনী খাতা-কলমে চারহাত এক হয় সোনাক্ষী-জাহিরের। সম্পর্কের পূর্ণতা পায় তাঁদের। তবে হিন্দু হয়েও মুসলিমকে কেন বিবাহ করলেন শত্রুঘ্ন-কন্যা, হিন্দু পাত্র জুটল না তাঁর, এই নিয়েও অহেতুক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রী কে। শত্রুঘ্ন সিনহার মুম্বইয়ের বাড়ির নাম রামায়ণ, ইকবালকে জামাই বানানোর পর তাঁর বাড়ির নাম পরিবর্তন করা উচিত, অভিনেতাকে এমনটাও হুঁশিয়ারি দিয়েছিলেন লাভ জিহাদ বিরোধীরা। যদিও সোনাক্ষীর বিয়ের আগে এমনটাও গুজব উঠেছিল যে, মেয়ে মুসলিমকে বিয়ে করছেন বলে তাঁর সঙ্গে সম্পর্ক রাখবেন না শত্রুঘ্ন সিনহা।

কিন্তু মেয়ের বিয়েতে সপরিবারে সামনে এসে জল্পনার অবসান ঘটান তারকা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন। যাই হোক, এবার শোনা যাচ্ছে, বিয়ের এক বছর কাটতে না কাটতেই নাকি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল! বিয়ের পর থেকেই দুইজনে মিলে বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন তারকা যুগল। তাঁদের আদলমাখা ছবিগুলিতে স্পষ্ট যে একে অপরকে কাছে পেয়ে তাঁরা কতটা খুশি! কিন্তু এর মধ্যে ডিভোর্সের জল্পনা? কি এমন হল? দক্ষ অভিনেত্রীর পাশাপাশি সোনাক্ষী সিনহা স্পষ্টভাষীর জন্যেও বিখ্যাত। ট্রোলারদের উপযুক্ত জবাব দিতে কখনই তিনি পিছপা হন না। সর্বদা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন সোনাক্ষী সিনহা। সম্প্রতি একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারী অভিনেত্রীর একটি ছবিতে মন্তব্য করেছিলেন যে, ‘তোমার বিবাহ বিচ্ছেদ নিকটবর্তী’! এই মন্তব্যটি নজরে পড়ে অভিনেত্রী।

সঙ্গে সঙ্গে তাঁকে সপাটে জবাব দিয়ে বলেন, ‘আপনার বাবা-মা প্রথমে এটি করবে, তারপর আমি করব, কথা দিচ্ছি!’ অভিনেত্রীর এমন জবাবে নিমেষেই চুপ হয়ে যান ওই বক্তা। এবং অভিনেত্রীর এই জবাবে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। সোনাক্ষীর ব্যক্তিগত জীবনে মাঝেমধ্যেই ঢুকে পড়েন নেটিজেনরা। আর তাদের এক হাতে জব্দ করেন শত্রুঘ্ন কন্যা। এর আগে সোনাক্ষীর গর্ভাবস্থার গুজব উঠেছিল। এতে বহুবার প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি। একবার একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘আমি গর্ভবতী নই। তবে মোটা হয়েছি। আমি কি আমার বিয়ে উপভোগ করতে পারবো না?’ কাজের ক্ষেত্রে, সোনাক্ষী কে শেষবার হিরামাণ্ডিতে দেখা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

ঢাকা যৌথবাহিনীর অভিযানে অভিনেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-মাদক

ছবির প্রচারে বাইক নিয়ে কেরামতি! ব্যস্ত রাস্তায় স্টান্ট দেখাতে গিয়ে আইনি বিপাকে টিকু-মানসী

পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার গহনা চুরি, বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী

‘দাউদ সন্ত্রাসী নয়’, অন্ধকার জগতের বেতাজ বাদশাকে দরাজ শংসাপত্র ‘প্রেমিকা’ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ