এই মুহূর্তে




শাহরুখের জন্মদিনের পার্টির আয়োজন মন্নতে নয়, তাহলে কোথায়?

নিজস্ব প্রতিনিধি: আগামী ২ নভেম্বর বলিউডে বসতে চলেছে জমকালো তারকা বাশ। কারণ ওইদিনই ভারতে জন্মগ্রহণ করেছেন শাহরুখ খান। বিশ্ব পেয়েছে নতুন সুপারস্টার। এ বছর ৫৮ তম জন্মদিনে পড়বেন বলিউড কিং খান, সুতরাং নায়কের জন্যে সেদিনটা অভিনেতার ভক্তদের থেকে তাঁর পরিবার সবারই মোটামুটি অনেক পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বাদশার জন্মদিনে তাঁর বাড়ি মন্নতের সামনে থাকবে ভক্ত জনস্রোত। প্রতি বছরের মতো এদিনও ভক্তদের সামনে ধরা দিতে মন্নতের বাড়ির বারান্দায় দেখা মিলবে অভিনেতার।

তবে এবার অভিনেতার ফ্যান-ক্লাব চারদিন ব্যাপী দেশজুড়ে দাতব্যের আয়োজন করেছেন। সূত্রের খবর, শাহরুখ খান নিজেও নিজেরজন্মদিন এবং তাঁর পরপর সুপারহিট পাঠান ও জওয়ানের সাফল্যের জন্যে একটি জবরদস্ত পার্টির আয়োজন করেছেন। যেটি অনুষ্ঠিত হবে মুকেশ আম্বানির NMACC সাংস্কৃতিক ঘরানায়। রিপোর্ট অনুসারে, সুপারস্টার অভিনেতা মহামারী এবং অন্যান্য কারণে কটা নিজের জন্মদিন উদযাপন করেননি তেমনভাবে। তবে এবার তিনি একটি দুর্দান্ত জন্মদিনের অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন। 

পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, তিনি এদি পাঠান এবং জওয়ানের ব্যাপক সাফল্যের উদযাপনও করবেন। অভিনেতা এই উদযাপনের অংশ হতে ইন্ডাস্ট্রির সমস্ত বড় তারকাদের আমন্ত্রণ জানাতে চলেছেন। শাহরুখ খানের গ্র্যান্ড বার্থডে পার্টির অতিথি তালিকায় থাকবেন, করণ জোহর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, রাজকুমার হিরানি, অ্যাটলি, ড. সালমান খান। তবে টাইগার 3 স্টার তথা তাঁর ভাই, জানিয়েছেন, এর জন্যে কোনও বিশেষ আমন্ত্রণের প্রয়োজন নেই কারণ এটি তার ঘরের পার্টি। শাহরুখ খান ডানকি পরিচালক রাজকুমার হিরানির কাছ থেকে একটি বিশেষ উপহার পাবেন বলে আশা করা যাচ্ছে। এও জানা গিয়েছে যে, রাজকুমার হিরানি শাহরুখ খানের জন্মদিনেই তাঁর পরবর্তী ছবি ডানকির টিজার প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ভক্তরা এটির এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছেন। জানা গেছে যে জন্মদিনের দিনটি কিং খানের জন্য একটি ব্যস্ত দিন হবে, কারণ টিজার প্রকাশের পরে, তিনি তার ভক্তদের জন্যে মান্নাতের বারান্দায় জড়ো হবেন এবং তারপরে সন্ধ্যায়, সুপারস্টার এনএমএসিসি-তে আসবেন।যেখানে তিনি পুরো ইন্ডাস্ট্রির জন্য একটি পার্টির হোস্ট করছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

ঢাকা যৌথবাহিনীর অভিযানে অভিনেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-মাদক

ছবির প্রচারে বাইক নিয়ে কেরামতি! ব্যস্ত রাস্তায় স্টান্ট দেখাতে গিয়ে আইনি বিপাকে টিকু-মানসী

পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার গহনা চুরি, বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী

‘দাউদ সন্ত্রাসী নয়’, অন্ধকার জগতের বেতাজ বাদশাকে দরাজ শংসাপত্র ‘প্রেমিকা’ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ