এই মুহূর্তে




‘ডন 3’-এর নায়িকা ঘোষণা, পর্দায় কোন অভিনেত্রীর সঙ্গে রোমান্স করবেন রণবীর?

নিজস্ব প্রতিনিধি: গর্ভবতী কিয়ারা আডভানি। মাস খানেক আগেই স্বামী সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে যৌথভাবে সুখবরটি ঘোষণা করেছেন অভিনেত্রী। বিয়ের ২ বছরের মধ্যেই মা-বাবা হতে চলেছেন ‘শেরশাহ’ জুটি। এমন খবরে খুশি হলেও ‘ডন 3’-তে কিয়ারা আডভানিকে দেখা যাবে না জেনে খুবই বিষণ্ণ ভক্তরা। গতবছরেই বহু প্রতীক্ষিত ‘ডন 3’ এর ঘোষণা দিয়েছেন ফারহান আখতার। তবে এবার ডন ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে না শাহরুখ খানকে। কিং খানের জুতোতে পা গলাচ্ছেন রণবীর সিংহ। তবে এই খবরে ভক্তদের একাংশ ক্ষুব্ধ হলেও বাকিরা পর্দায় রণবীর-কিয়ারার রসায়ন দেখার জন্যে রীতিমতো মুখিয়ে ছিলেন। কিন্তু ভক্তদের জন্যে দুঃখের খবর, কিয়ারা আডভানির জায়গায় ডন 3-তে স্থলাভিষিক্ত হচ্ছেন শর্বরী ওয়াঘ।

তিনিই রণবীরের সঙ্গে পর্দায় রসায়ন করবেন। দিন কয়েক আগেই, খবরে এসেছিল যে, রণবীর সিংহ এবং ফারহান আখতার, উভয়েই ব্যস্ত তাঁদের নিজ নিজ শুটিংয়ে। তাই এখনও তাঁরা ডন 3 এর শুটিং শুরু করতে পারেননি। এবার খবর এল, ‘ডন ৩’-এ রণবীর সিংয়ের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন শর্বরী ওয়াঘ। গর্ভাবস্থার কারণে এই প্রকল্পটি ছেড়ে দিয়েছেন কিয়ারা। ছবিটি পরিচালনা করছেন ফারহান আখতার এবং প্রযোজনা করেছেন এক্সেল এন্টারটেইনমেন্ট। ‘ডন ৩’-এর শুটিং ২০২৫ সালের শেষ নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। তবে শর্বরী তাঁর নতুন প্রজেক্টের কাজে এখন ব্যস্ত।

তিনি ‘আলফা’-তে আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করছেন, যেটির ২০২৫ সালের ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। শর্বরী ‘আলফা’-এর প্রচারণামূলক দায়িত্ব শেষ করে ঠিক সময়ে ‘ডন ৩’ প্রযোজনায় যোগ দিতে পারবেন বলে সূত্রের খবর। প্রতিবেদন অনুসারে, বক্স অফিসে সুপারহিট ছবি ‘মুঞ্জা’ ছবিটিতে শর্বরী ভাল কাজ করার জন্যে তাঁকে ডন 3-এর জন্যে নিযুক্ত করা হয়েছে। এই পদক্ষেপ শর্বরী’র কেরিয়ারে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। কারণ তিনি এখন তিনটি বড় ফ্র্যাঞ্চাইজির অংশ হতে চলেছেন। ‘মুঞ্জ্য’, যশ রাজ ফিল্মসের ‘আলফা’ এবং ‘ডন ৩’। এটি বলিউডে তাঁর ভিত্তি আরও মজবুত করবে। অন্যদিকে রণবীর বর্তমানে আদিত্য ধরের অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’-এর কাজ শেষ করছেন। ফারহান আখতারের ‘১২০ বাহাদুর’ও এই বছরের নভেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।নতুন অভিনেতা এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে, ‘ডন ৩’ ২০২৬ সালে বলিউডের সবচেয়ে প্রত্যাশিত মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে একটি হবে বলে আশা করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

ঢাকা যৌথবাহিনীর অভিযানে অভিনেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-মাদক

ছবির প্রচারে বাইক নিয়ে কেরামতি! ব্যস্ত রাস্তায় স্টান্ট দেখাতে গিয়ে আইনি বিপাকে টিকু-মানসী

পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার গহনা চুরি, বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী

‘দাউদ সন্ত্রাসী নয়’, অন্ধকার জগতের বেতাজ বাদশাকে দরাজ শংসাপত্র ‘প্রেমিকা’ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ