এই মুহূর্তে




কপিল শর্মা শোয়ে ফিরছেন সিধু, প্রথম পর্বেই দেখা যাবে সলমানকে




নিজস্ব প্রতিনিধি: শীঘ্রই শুরু হচ্ছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর তৃতীয় সিজন। ইতিমধ্যেই জনপ্রিয় শোটি টেলিভিশন থেকে হঠে নেটফ্লিক্সে রাজত্ব শুরু করেছে। আগের দুটি সিজনই ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছে। শোয়ের মুখ্য সঞ্চালনার দায়িত্বে থাকেন কপিল শর্মা। এছাড়াও বিচারকের আসনে থাকেন অর্চনা পুরাণ সিংহ, নভজ্যোতসিংহ সিধু। এছাড়াও পারফরম্যান্স করে থাকেন ক্রুষ্ণা অভিষেক, সুনীল গ্রোভার-সহ অনেকেই। শোয়ে নানা সেলিব্রিটিরা অতিথি হয়ে আসেন। এবং তাঁদের সঙ্গে মজার মজার কথা বলেন কপিল। সেই কারণেই শোটি শুধুমাত্র দেশেই নয়, গোটা বিশ্বেরও নজর কাড়ে। বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের কারণে গোটা বিশ্ব দেখতে পায় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’। যাই হোক, এবার এই শোয়ের ভক্তদের জন্যে একটি সুখবর রয়েছে।

ইতিমধ্যেই শোয়ের শুটিং শুরু হয়ে গিয়েছে। আর দিন কয়েক বাদে নেটফ্লিক্সেও প্রচার শুরু হবে। তবে শোনা যাচ্ছে, এই সিজনের প্রথম অতিথি হবেন সলমান খান। শোয়ের গুরুত্বপূর্ণ সদস্য নভজ্যোত সিং সিধু তাঁর ফেসবুক অ্যাকাউন্টে সুপারস্টারের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন, তাতেই মনে হচ্ছে খবরটি সত্য। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, “গ্রেট খানের সঙ্গে, সুলতানদের সুলতান!!!” ছবিতে সলমানকে সিধু, অর্চনা পুরান সিং, ক্রুষ্ণা অভিষেক, কপিল শর্মা এবং সুনীল গ্রোভারের সঙ্গে বাতালাপ করতে দেখা যাচ্ছে। সলমান এর আগে টেলিভিশনে কপিলের শোতে অংশ নিয়েছিলেন, তবে এবারই প্রথমবারের মতো তাঁকে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে অতিথি হিসেবে দেখা যাবে। ছবিগুলি দেখে ভাল মজা পেয়েছেন ভক্তরা।

 

একজন ভক্ত টুইটে লিখেছেন, “দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর উত্তেজনাপূর্ণ নতুন পর্ব! সালমান খান এবং কপিল শর্মা হাসি এবং মজা নিয়ে আসছেন! বিশাল দর্শকসংখ্যা নিশ্চিত!” দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর তৃতীয় সিজন ২১ জুন প্রিমিয়ার হবে। প্রতিটি শনিবার নেটফ্লিক্সে এর নতুষ নতুন পর্ব আসবে। সোমবার ঘোষণা করা হয়েছে যে, সিধু শোতে ফিরে আসছেন এবং তাকে অর্চনার সঙ্গে দেখা যাবে। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর আগের দুটি সিজন ভালো সাড়া পেয়েছিল, তাই দেখা যাক ৩য় সিজন কেমন সাড়া পায়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘আনন্দ’-তে রাজেশ খান্নার জায়গায় তাকে নিতে পরিচালককে চাপ দিয়েছিলেন ধর্মেন্দ্র

মুম্বইতে ৬.৭৫ কোটি টাকায় ৩টি ফ্ল্যাট বেচলেন রাকেশ-হৃতিক, পকেটে টান পড়ল নাকি?

এয়ার ইন্ডিয়ার উপর আস্থা নেই! ফ্লাইট বাতিল করে টাকা ফেরত চাইলেন মীরা চোপড়া

হানিমুনে বন্ধুর কাছে স্ত্রীকে বিক্রির চেষ্টা, সঞ্জয়কে বিয়ের পর নরক হয়ে উঠেছিল করিশ্মার জীবন….

‘সময় ঘনিয়ে আসছে’, মৃত্যুর তিনদিন আগে সমাজমাধ্যমে পোস্ট করিশ্মার প্রাক্তন স্বামীর

পোলো খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন করিশ্মার প্রাক্তন স্বামী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ