27ºc, Haze
Friday, 24th March, 2023 9:26 pm
নিজস্ব প্রতিনিধি: ২০২২ সাল থেকেই বলিউডের একাধিক অভিনেত্রী নিজের জীবনের গুরুত্বপূর্ণ ইনিংস শুরু করেছেন। কেউ বিয়ে করেছেন, আবার কেউ মা হয়েছেন। তবে মা হওয়ার বিষয়টি জীবনের বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়। গতবছর মা-বাবা হয়েছেন, রনবীর-আলিয়া, করণ-বিপাশা, আনন্দ-সোনম, কাজল আগরওয়াল-সহ একাধিক তারকা যুগল। এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি। সম্প্রতি পুত্রসন্তানের মা-বাবা হলেন দক্ষিণী পরিচালক অ্যাটলি এবং তাঁর স্ত্রী কৃষ্ণা প্রিয়া। এই মুহূর্তে অ্যাটলি তাঁর জীবনে দুর্দান্ত মুহূর্ত উদযাপন করছেন। খুশির খবরটি পরিচালকের স্ত্রী ইনস্টাগ্রামে শেয়ার করে ভক্তদের জানিয়েছেন।
এই দম্পতি ২০২২ সালের ডিসেম্বরে গর্ভাবস্থার কথা প্রথম ঘোষণা করেছিলেন। গর্ভাবস্থার ঘোষণার পরে, এদিন নির্মাতার স্ত্রী কৃষ্ণা প্রিয়া ইনস্টাগ্রামে গিয়ে তাঁদের ছোট্ট সন্তানের আগমনের কথা জানালেন। ৩১ শে জানুয়ারি দুজনেই একসঙ্গে তাঁদের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে জানালেন ‘ইটস এ বয়’। সঙ্গে তাঁদের ছবিতে দেখা যাচ্ছে, একজোড়া শিশুর জুতো ধরে আছেন নতুন বাবা-মা। তাঁর উপর লেখা, “তাঁরা ঠিকই বলেছিল। পৃথিবীতে এর থেকে ভালো কোনও অনুভূতি নেই। পিতৃত্বের নতুন রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার আজ থেকে শুরু হচ্ছে!”
নতুন অভিভাবককে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণের একাধিক তারকারা। এদিকে গতবছরই সুখবর দিয়েছেন, দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার রামচরণ এবং তার স্ত্রী উপাসনা কামিনেনি ২০২৩ সালে তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। গত বছরের ডিসেম্বরে, রাম চরণ এবং তাঁর স্ত্রী উপাসনা। যদিও দাদু হওয়ার কথা প্রথম জানিয়েছিলেন, রাম চরণের বাবা মেগাস্টার চিরঞ্জীবী। উপাসনাও এই খবর ঘোষণা করে লিখেছেন, “আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারীদের আশীর্বাদ নিয়ে মাতৃত্বে প্রবেশ করছি।” এদিকে ২০২৩ সালে মা হওয়ার সুখবর দিলেন, বলিউড অভিনেত্রী গওহর খান এবং দীপিকা কাকার।