এই মুহূর্তে




চিন্ময় প্রভুর গ্রেফতারি ও বাংলাদেশে হিন্দু নিধনের সমালোচনা মার্কিন গায়িকা মেরি মিলবেনের




নিজস্ব প্রতিনিধিঃ হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ায় বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গত সোমবার (২৫ নভেম্বর) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা। ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। আর চিন্ময় দাস ব্রহ্মচারীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছে হিন্দু সম্প্রদায়। রাজধানী ঢাকা, চট্টগ্রাম-সহ একাধিক এলাকায় রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। এবার চিন্ময় প্রভুর গ্রেফতারি ও হিন্দু নিধনের তীব্র নিন্দা জানালেন মার্কিন গায়িকা মেরি মিলবেন। গতকাল বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশে ইসকনের পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে উদ্বেগ প্রকাশ করেছেন গায়িকা। আর মোল্লা ইউনূস সরকার দ্বারা বাংলাদেশের হিন্দু ও সংখ্যালঘুরা যেভাবে অত্যাচারিত হচ্ছেন, তার মোকাবেলা করার জন্যে গোটা বিশ্বকে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এমন ঘৃণ্য ঘটনায় তিনি বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় বিশ্বাসী সকল মানুষদের নিরাপত্তা রক্ষার ওপর জোর দিয়েছেন।  তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসের কারাবাস এবং বাংলাদেশে চরমপন্থীরা যেভাবে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে, তার অবিলম্বে সুরাহা করা উচিত বিশ্ব নেতাদের। আমাদের অবশ্যই ধর্মীয় স্বাধীনতা এবং বিশ্বব্যাপী সকল বিশ্বাসী মানুষের নিরাপত্তা রক্ষা করতে হবে।’

প্রসঙ্গত, চিন্ময় প্রভুকে বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শনকারী একটি স্ট্যান্ডে পতাকা উত্তোলনের জন্যে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাঁকে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। তবে আদালত তাঁর জামিনের আবেদন নাকচ করে তাঁকে পুলিশ হেফাজতে পাঠায়। জানা গিয়েছে, গতকাল বুধবার একজন আইনজীবী দেশে ইসকনের উপর নিষেধাজ্ঞার দাবিতে একটি পিটিশন দাখিল করেছিল। তিনি পিটিশনে এটিকে সাম্প্রদায়িক অশান্তি উস্কে দেওয়ার জন্য পরিকল্পিত কার্যকলাপে জড়িত একটি মৌলবাদী সংগঠন বলে অভিহিত করেছে। পিটিশনে আরও অভিযোগ করা হয়েছে যে, ইসকন সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেওয়ার উদ্দেশ্যে এবং ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের উপর তার বিশ্বাস চাপিয়ে দেওয়া, নিম্ন হিন্দুবর্ণের সদস্যদের জোরপূর্বক নিয়োগ করার জন্যে ধর্মীয় প্রচার চালাচ্ছে। তিনি আরও জানিয়েছে, ইসকন সনাতন মন্দির দখল, সনাতন সম্প্রদায়ের সদস্যদের উচ্ছেদ এবং মসজিদে সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে। অন্যদিকে গত মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের নিন্দা জানিয়ে ইসকন একটি বিবৃতি জারি করেছে।

যেখানে বলা হয়েছে, “এই ঘটনায় আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি, আর বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি।বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সনাতনীদের বিরুদ্ধে পরবর্তী সহিংসতা ও হামলারও আমরা নিন্দা জানাচ্ছি। আমরা সরকারী কর্তৃপক্ষকে সনাতন সম্প্রদায়ের জন্য শান্তিপূর্ণ সহাবস্থানের প্রচারের জন্য আহ্বান জানাচ্ছি।” উল্লেখ্য, গত ৫ অগস্ট বাংলাদেশের সেনা বিদ্রোহের মুখে ক্ষমতাছাড়া হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার পরেই বাংলাদেশ জুড়ে শুরু হয় হিন্দুদের উপরে বেলাগাম নির্যাতন। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা-সহ দেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের ঘড়বাড়ি লুঠের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ‌ও লুটপাট চালানো হয়। বাদ যায়নি হিন্দুদের মন্দিরও। একাধিক জায়গায় হিন্দু মন্দির ভাঙচুর করার পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয়েছে। আর জঙ্গি তথা মুসলিম সন্ত্রাসীদের ‌ওই ন্যক্কারজনক কাজে পুরো ইন্ধন জুগিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের পুলিশ ও সেনাবাহিনী। হিন্দুদের উপরে দেশ জুড়ে চলা নির্যাতনের বিরুদ্ধে সবচেয়ে সরব ছিলেন ইসকনের সহ সম্পাদক তথা চট্টগ্রামের পুণ্ডরীক ধামের প্রধান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। মুসলিম দাঙ্গাবাজদের হাত থেকে হিন্দুদের বাঁচাতে সনাতনী জাগরণ মঞ্চ নামে এক নতুন সংগঠনও তৈরি করেছিলেন। গত মাস খানেক ধরেই দেশের বিভিন্ন জায়গায় ওই সংগঠনের ব্যানারে সমাবেশ চলছে। আর ওই সমাবেশে লক্ষ-লক্ষ হিন্দুর উপস্থিতি মোল্লা মুহাম্মদ ইউনূসের রাতের ঘুম কেড়ে নিয়েছে। গত অক্টোবরেই জাতীয় পতাকা অবমাননার দায়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ বিভিন্ন হিন্দু সংগঠনের ১৯ নেতার নামে দায়ের হয় রাষ্ট্রদ্রোহ মামলা। দুজনকে গ্রেফতার করা হয়। ওই মামলার নিন্দায় সরব হয়েছিলেন বাংলাদেশের হিন্দুরা। গত শনিবার (২৩ নভেম্বর) রংপুরে সনাতনী জাগরণ মঞ্চের এক সমাবেশে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হুমকি দিয়েছিলেন, ‘বাংলাদেশের এক ইঞ্চি জমি ছাড়বে না হিন্দুরা। প্রয়োজনে আফগানিস্তান-সিরিয়ার মতো লড়াই হবে।’ ওই হুমকির ৪৮ ঘন্টার মধ্যেই তাঁকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাতপাকে বাঁধা পড়লেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা

‘দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন’, ইউনূসের ডাকা বৈঠকে দাবি বিএনপি-জামায়াতের

মাদক পাচারের অভিযোগে বিখ্যাত অভিনেতা মনসুর আলি খানের ছেলে গ্রেফতার

তপন সিনহা থেকে মদন মোহন, কিংবদন্তিদের শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য KIIF-এর

সৌরভ থেকে সব্যসাচী, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে চাঁদের হাট

‘সবার দিকেই নজর রাখেন মমতাদি’, মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসায় সৌরভ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর