এই মুহূর্তে

মানুষ দেখলেই হয়ে যায় মরা, দুর্দান্ত অভিনয় করা ১০ দিনের ভেড়ার দাম উঠল ২৩ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: বয়স মাত্র ১০ দিন। তার অভিনয়ে হতবাক আট থেকে আশি সকলে। সে কোনও মানুষ নয় একটি ভেড়া। তার কর্মকাণ্ডে যেমন সকলে চমকে গিয়েছেন তেমনই হাসির রোলও উঠেছে। উত্তর-পশ্চিম চিনের নিংসিয়াহুই স্বায়ত্তশাসিত অঞ্চলের পিংলুয়ো কাউন্টিতে মাত্র ১০ দিনের একটি ভেড়ার অভিনয় দেখে মুগ্ধ সকলে। প্রাপ্তবয়স্কদের কাছে পৌঁছালে সে ‘মৃত ভান’ করে এবং শিশুদের উপস্থিতিতে সে প্রাণবন্তভাবে দৌড়াদৌড়ি করে। এটাই ১০ দিনের ভেড়ার বিশেষ কৌশল। সে বর্তমানে “ড্রামা কুইন ল্যাম্ব” হিসেবে সকলের কাছে তুমুল জনপ্রিয়। 

জানা গিয়েছে সদ্য হওয়া এই ভেড়াটির নাম ইয়াংরৌচুয়ান। ওই এলাকার একজন স্থানীয় কৃষক জিনের কাছে তিনি পালিত হন। ওই কৃষক নবজাতক ভেড়াকে বাজারে বিক্রির জন্য নিয়ে গেলে তার অদ্ভুত আচরণ প্রকাশ্যে আসে। তার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, একরত্তি ভেড়াটির কাছে প্রাপ্তবয়স্করা এলে বা তার গায়ে ছোঁয়ালে, ভেড়াটি সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পরে শরীর শক্ত করে ফেলে এবং চোখ বন্ধ করে ‘মৃত’ হয়ে থাকার ভান করে। তবে মানুষের ভিড় কমলে আবার সে শান্তভাবে উঠে দাঁড়ায় এবং স্বাভাবিক আচরণ করে। ১০ দিনের ভেড়ার কাণ্ডে সত্যিই সকলে চমকে গিয়েছেন। কিছু ক্রেতা প্রায় ১,৩০,০০০ ইয়ুয়ান (২৩ লাখ টাকা) পর্যন্ত দাম দেওয়ার প্রস্তাব দেয় তবে জিন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানান ভেড়াটিকে বিক্রি করার কোনো পরিকল্পনা নেই। 

আরও পড়ুন: শহরে ২০০ সিএনজি বাসের গ্রিন সিগন্যাল, রুট ম্যাপ তৈরিতে বিশেষ নজর প্রশাসনের

ভেড়াটি মালিক, কৃষক জিন জিয়াওলিন বলেছেন, তিনি চারটি ভেড়ার বাচ্চা বিক্রি করার জন্য স্থানীয় বাজারে নিয়ে গিয়েছিলেন। তিনটি বিক্রি হয়েছিল ৪২০ ইউয়ানে (৬০ মার্কিন ডলার)। তবে চতুর্থ ভেড়াটির অস্বাভাবিক আচরণ সকলকে অবাক করে। কেউ তাকে স্পর্শ করার চেষ্টা করলেই প্রাণহীন হয়ে থাকার মত আচরণ করত। অনেক ক্রেতা ধরে নিয়েছিলেন যে এটি অসুস্থ এবং প্রথমে তা কেউ কিনতে চায়নি। সে কেবল শিশুদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করত। জিনের আত্মীয়রা চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডোউইন এবং কুয়াশোউতে ভিডিও পোস্ট করলে তা ১ কোটি (১০ মিলিয়ন) মানুষ দেখেন। কিছু মানুষ ভেড়াটিকে ভেড়াদের দুনিয়ায় অস্কার বিজয়ী সেরা অভিনেতা এবং জন্মগত অভিনেতা হিসেবে আখ্যায়িত করেছেন। জিন বলেছেন, “এটা অবিশ্বাস্যভাবে মানুষের মতো। কাউকে আসতে দেখলেই শুয়ে পড়ে এবং মৃত হওয়ার ভান করে। প্রতিদিন মানুষ এটা দেখতে আসে; কেউ কেউ এটার খোঁজ নিতেও ফোন করে। এটা এত সুন্দর, আমি কিভাবে এটা বিক্রি করতে পারি?”  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাদেশের নির্বাচনে আমেরিকা থাকবে কাদের পক্ষে, সাফ জানালেন রাষ্ট্রদূত

বিজয় রুপাণী থেকে সঞ্জয় গান্ধি, অজিত পাওয়ারের আগে যে সকল নেতা-মন্ত্রীর প্রাণ কেড়েছে বিমান দুর্ঘটনা

ট্রাম্পকে জোর ধাক্কা সৌদি আরবের, ইরানে হামলার জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে না

রেকর্ড গড়ল সোনা, বিশ্ববাজারে প্রথমবার দাম ছাড়াল ৫,২০০ ডলার

বন্দি অবস্থায় জেলে সরস্বতী পুজো করেছিলেন এই অগ্নিসন্তান

অভিবাসন ইস্যুতে বিপাকে ট্রাম্প, তলানিতে ঠেকেছে জনপ্রিয়তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ