এই মুহূর্তে




প্যারিসের অলিম্পিক গেমস ভিলেজে কী-কী ব্যবস্থা রয়েছে জেনে নিন

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক :  প্রত্যেক চার বছরের ব্যবধানে আয়োজিত হয় অলিম্পিক্স। দেশ বিদেশ থেকে হাজির হন বহু মেধাবী ক্রীড়াবিদেরা। যোগ দিয়ে থাকেন অলিম্পিক্সে। তাঁদের থাকার জন্য তৈরি হয় অভিনব এক আবাসন। যা ‘গেমস ভিলেজ’ নামেও পরিচিত। এদের মধ্যে প্যারিস হল অন্যতম। প্যারিসে উঁচু বেশ কিছু অট্টালিকা হয়েছে ক্রীড়াবিদদের জন্য। তবে এবারে ‘গেমস ভিলেজ’ এ থাকছে সেরা চমক। এবার পরিবেশ দূষণ এড়াতে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। কার্বন ডাই অক্সাইড যাতে কম উৎপ্নন হয় পাশাপাশি অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে প্যারিস অলিম্পিক্সের আয়োজকেরা।

অট্টালিকাগুলি তৈরি হয়েছে পরিবেশবান্ধব হিসেবে।আয়োজকরা জানিয়েছেন, গেমস ভিলেজে মোট ৪০টি ব্লক রয়েছে। এটি তৈরি করতে একুশ শতকের সেরা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।গেমস ভিলেজে থাকছে ২৮০০টি ঘর। তবে অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স শেষ হয়ে গেলে এই গেমস ভিলেজগুলি অর্থের বিনিময়ে নিলামের মাধ্যমে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে।জেনে নিন যেসব বৈশিষ্ট্য রয়েছে গেমস ভিলেজের।

নেই এসি অথচ ঘর থাকবে ঠান্ডা :  এই ভিলেজে শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র নেই। কেননা এর প্রয়োজন হবে না বলে জানিয়েছে আয়োজকেরা। ঘরগুলি এমন ভাবেই তৈরি হয়েছে, যাতে বাইরের থেকে ভেতরে অন্তত ৬ ডিগ্রি তাপমাত্রা কম থাকবে। শুধু তাই নয়, রয়েছে তাপ পরিবহণের সুব্যবস্থা এবং ‘সান শেড’ থাকছে। নীচের তলায় থাকছে ‘থার্মাল প্ল্যান্ট’। সেখান থেকে ঠান্ডা বাতাস ছড়িয়ে দেওয়া হবে।

চারিদিকে সবুজের ছোঁয়া : আয়োজকেরা জানাচ্ছেন সবুজের ঘাটতি যাতে না থাকে তাই  ভিলেজের মোট এলাকার অন্তত ৪০ শতাংশ সবুজ রাখা হয়েছে। প্রায় ৯ হাজার গাছ লাগানো হয়েছে। এককথায় আবাসনের অনুপাতে সবুজের সংখ্যা বেশি। এর ফলে জল পুনর্ব্যবহারযোগ্য করা যাবে। পাশাপাশি ভিলেজও ঠান্ডা থাকবে।

জল এবং রাস্তাঘাট : বর্জ্য জল সংগ্রহ করে শোধনের মাধ্যমে গাছে জল দেওয়া হবে। এছাড়াও ‘সাইকেল বিল্ডিং’ নামের একটি পরীক্ষামূলক আবাসনে সংশোধিত জল স্নানাগারে সরবরাহ করা হবে। এখানে কিছু কিছু ফুটপাথ তৈরি করা হয়েছে ঝিনুক এবং সামুদ্রিক প্রাণীর খোলস দিয়ে। যদিও তবে কোনও সামুদ্রিক প্রাণী হত্যা করা হয়নি বল দাবি আয়োজকদের। এতে মাটি তাড়াতাড়ি গরম শুষে ঠান্ডা রাখবে। অন্যদিকে বেশ কিছু রাস্তায় কাগজ তৈরির কারখানায় পড়ে থাকা উদ্বৃত্ত এবং পাইন গাছের আঠা ব্যবহার করা হবে।

দূষণমুক্ত কংক্রিট :  বলা হয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে কার্বন মেশানো কংক্রিটের বদলে কাঠ ব্যবহার করা হয়েছে। প্রকৃতি থেকে পাওয়া যায় এমন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে নির্মাণ। মেঝেও কাঠ দিয়ে বানানো হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গোলশূন্য কলকাতা ডার্বি, বাগানকে রুখে দিয়ে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

হরমনপ্রীতরা পারলেও ব্যর্থ সূর্যরা, মেলবোর্নে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন মার্শরা

দেশকে গর্বিত করার পুরস্কার! সাকিবকে ‘চোর-চোট্টা’, ‘ডাকাত’ বলে আক্রমণ ইউনূসের প্রেস সচিবের

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

‘কুম্ভ’ হয়ে লড়লেন শুধু অভিষেক, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৫ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ