এই মুহূর্তে




লেবাননে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীর উপরে ড্রোন ও ট্যাঙ্ক হামলা ইজরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলি বাহিনীর হামলার শিকার লেবাননের দক্ষিণাঞ্চলের কাফার কিলার কাছে নিযুক্ত রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী (ইউনিফিল)। জানা গিয়েছে, ইজরায়েলি ড্রোন এবং ট্যাঙ্কের গোলায় আক্রান্ত হয়েছে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীর টহলদারি দল। যদিও এই ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।

ইজরায়েলি হামলার ঘটনা নিয়ে ইউনিফিল এক বিবৃতিতে বলেছে, “নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১ এবং লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননে নিরাপত্তা পরিষদের নির্দেশিত কাজ বাস্তবায়নকারী শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে।” শান্তিরক্ষা মিশন জানিয়েছে একটি ইজরায়েলি ড্রোন ইউনিফিল টহল দলের ওপর দিয়ে উড়ে বেড়াতে দেখা গেলে শান্তিরক্ষী বাহিনী সেটিকে নির্মূল করার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, দক্ষিণ লেবাননে ইউনিফিল ১৯৭৮ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

গত নভেম্বরে লেবাননের আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর জন্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও, ইজরায়েল লেবাননের উপর আক্রমণ করছে। কখনও ড্রোন উড়িয়ে এবং কখনও লেবাননের মানুষদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ২০২৫ সালের জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কথা ছিল ইজরায়েলের। এটাই ছিল যুদ্ধবিরতির শর্ত। কিন্তু তা সত্বেও ইজরায়েল পাঁচটি সীমান্তে সেনাদের বহাল রেখেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গাজায় ইজরায়েলি জল্লাদদের হাতে প্রাণ হারিয়েছে ২০,০৮০ পড়ুয়া

ট্রাম্পের রোষে নাইজেরিয়ার নোবেলজয়ী লেখক সোয়িঙ্কা, ভিসা বাতিল করল আমেরিকা

ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের ঠিক আগে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু উত্তর কোরিয়া

কথায়-কথায় পরমাণু বোমা হামলার হুমকি, টমেটো কিনতে গিয়ে অজ্ঞান হচ্ছেন পাকিস্তানিরা

অসহ্য গরম বিশ্ব জুড়ে প্রতি বছর ৫ লক্ষের বেশি প্রাণ কাড়ছে

কানাডায় ভারতীয় ব্যবসায়ীকে গুলি করে হত্যা, দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ