এই মুহূর্তে




মাত্র ৩০ মিনিটের ব্যবধানে দক্ষিণ চিন সাগরে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক: রবিবার দক্ষিণ চিন সাগরে পৃথক রুটিন অপারেশন চলাকালীন বড় দুর্ঘটনা। আধ ঘন্টার ব্যবধানে একটি মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার এবং একটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে। তবে এই দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় নৌবহর জানিয়েছে, হেলিকপ্টার ও যুদ্ধবিমানে থাকা সকল ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

কৌশলগত জলসীমায় ঘটে যাওয়া দুটি ঘটনার কারণ অনুসন্ধানে নৌবাহিনী তদন্ত শুরু করেছে। নৌবাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিট নাগাদ বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ থেকে নিয়মিত মহড়ায় অংশ নেওয়ার সময় একটি এমএইচ–৬০আর ‘সি হক’ হেলিকপ্টার সমুদ্রে ভেঙে পড়ে বলেই নৌবাহিনী জানিয়েছে। হেলিকপ্টার মেরিটাইম স্ট্রাইক স্কোয়াড্রন (এইচএসএম)–৭৩–এর অধীনে থাকা ‘ব্যাটল ক্যাটস’ ইউনিটের ছিল দুর্ঘটনাটি। কপ্টার ভেঙে পরার পরেই তিন ক্রু সদস্যকে দ্রুত উদ্ধার করা হয়। সেই ঘটনার ঠিক ৩০ মিনিট পরেই বিকেল ৩টা ১৫ মিনিট নাগাদ নিয়মিত উড্ডয়ন প্রশিক্ষণের সময় একও রণতরী থেকে ওড়া একটি এফ/এ–১৮এফ ‘সুপার হর্নেট’ যুদ্ধবিমান সমুদ্রে ভেঙে পরে। সেটি ছিল স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন (ভিএফএ)–২২–এর অধীন ‘ফাইটিং রেডককস’ ইউনিটের। মার্কিন নৌবাহিনী জানিয়েছে ওই বিমানে থাকা দুই পাইলট নিজেদের সফলভাবে ইজেকশন করতে সফল হন।

F/A-18 এই বছর নৌবাহিনী যে ৬০ মিলিয়ন ডলারের যুদ্ধবিমান হারিয়েছে তার মধ্যে এটি চতুর্থ। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই জায়গা চিন এবং বেশ কয়েকটি দক্ষিণ-পূর্ব এশীয় দেশ দ্বারা বেষ্টিত। গুরুত্বপূর্ণ দক্ষিণ চিন সাগরের কিছু অংশ একাধিক সরকার দাবি করে। তবে আন্তর্জাতিক আদালতের রায় অমান্য করে বেইজিং কৌশলগত জলপথের প্রায় সমস্তটির মালিকানা দাবি করে। এই হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনাকে বিশ্বব্যাপী সংঘাতের সম্ভাব্য বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। সোমবার মালয়েশিয়া থেকে জাপান যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরপর ঘটে যাওয়া দুটি দুর্ঘটনাকে “অত্যন্ত অস্বাভাবিক” বলে উল্লেখ করেছেন এবং জ্বালানি সমস্যাকেই সম্ভাব্য দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছেন। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ” এই দুর্ঘটনা জ্বালানির সমস্যার কারণে হতে পারে। আমরা কারণ খুঁজে বের করব। লুকানোর কিছু নেই।” ট্রাম্প এশিয়া সফরে থাকাকালীন এই দুটি দুর্ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহে ট্রাম্পের চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গাজায় ইজরায়েলি জল্লাদদের হাতে প্রাণ হারিয়েছে ২০,০৮০ পড়ুয়া

ট্রাম্পের রোষে নাইজেরিয়ার নোবেলজয়ী লেখক সোয়িঙ্কা, ভিসা বাতিল করল আমেরিকা

ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের ঠিক আগে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু উত্তর কোরিয়া

কথায়-কথায় পরমাণু বোমা হামলার হুমকি, টমেটো কিনতে গিয়ে অজ্ঞান হচ্ছেন পাকিস্তানিরা

অসহ্য গরম বিশ্ব জুড়ে প্রতি বছর ৫ লক্ষের বেশি প্রাণ কাড়ছে

কানাডায় ভারতীয় ব্যবসায়ীকে গুলি করে হত্যা, দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ