এই মুহূর্তে




বিধানসভায় বিক্ষোভ দেখিয়ে সাসপেন্ড চার বিজেপি বিধায়ক, বের করে দেওয়া হল মার্শাল দিয়ে




নিজস্ব প্রতিনিধি : বিধানসভায় চলতি বাদল অধিবেশনে ফের শাস্তির মুখে বিজেপি বিধায়করা। গত সপ্তাহের পরেও বদল ঘটেনি পরিস্থিতির। সোমবার শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল সহ ৪ বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়। বিধানসভার সিঁড়ির সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিধাবসভায় কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় সোমবার ফের উত্তাল হয়ে উঠেছে বিধানসভা।

গত সোমবার বিধানসভা অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছিল মনোজ ওঁরাওকে। সেদিন শঙ্কর ঘোষকে সাবধান করা হয়েছিল। কিন্তু এই সোমবার শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, দীপক বর্মন ও মনোজ ওঁরাকে গোটা অধিবেশনের সাসপেন্ড করেছেন অধ্যক্ষ।

জানা গিয়েছে,  সোমবার অধিবেশন চলাকালীন কেন বিজেপি বিধায়কদের বক্তব্য মুছে ফেলা হয়েছে বলে প্রশ্ন তুলেছিলেন বিধায়ক অশোক লাহিড়ী। সেই সময় রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, অধ্যক্ষের সিদ্ধান্তেই ওই বক্তব্য মোছা হয়েছে। এরপরেই পরিস্থিতির বদল হয়। স্লোগান দিয়ে, কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানায় তারা। পরিস্থিতি সামাল দিতে অধ্যক্ষ চেষ্টা করলেও লাভ হয়নি। বিজেপি বিধায়কদের সংযত হওয়ার কথাও বলেন। সাসপেন্ড করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কিন্তু তারপরেও থামে না স্লোগান ও পাল্টা স্লোগান চলতেই থাকে। তারপরেই চার বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ।

রীতিমতো মার্শাল ডেকে ওই ৪ বিধায়ককে অধিবেশন কক্ষের বাইরে বের করে দেওয়া হয়। বাইরে বেরিয়ে ফের অবস্থান বিক্ষোভে বসেন বিধায়করা। কাউকে কাউকে বিধানসভার নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়তেও দেখা যায়। বিধানসভার বাইরে যখন এই অশান্তি চলছে, তখন বিধানসভার মধ্যে বিল নিয়ে আলোচনার শুরুর নির্দেশে দেন স্পিকার।  বিধানসভার সিঁড়িতে বসেই স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। সেখানেও শান্তি ছড়ায়। ক্রমাগত সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোর পরই ফের বসছে শিল্প সম্মেলন, জানালেন অমিত মিত্র

পথ নিরাপত্তা সপ্তাহে ইউনাইটেড মিশনারি গালর্স হাইস্কুলের পড়ুয়াদের অভিনয়ে মুগ্ধ মমতা

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিদ্রোহে ইতি? আচমকাই সল্টলেকের বিজেপি অফিসে হাজির ‘অভিমানী’ দিলীপ

নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য ও এসএসসি

আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে ফের রাত জাগোর ডাক ‘বামঘেঁষা’ জুনিয়র চিকি‍ৎসকদের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ