এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দল সীমাবদ্ধ ফেসবুক-টুইটারে, মাঠে দেখা মেলে না! ক্ষুব্ধ বিজেপি কর্মীরা

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রধান বিরোধী দল। অথচ সেই দলই কিনা সীমাবদ্ধ সাংবাদিক বৈঠক থেকে ফেসবুক টুইটারের মধ্যেই। সেখানেই যত প্রতিবাদ-প্রতিরোধ, হুমকি, হুঁশিয়ারি। অথচ ভোটের দিনে তাঁদের দেখা মেলাই ভার। রাস্তাতেও কোনও আন্দোলন করতে দেখা যায় না। যেটুকুও বা দেখা যায় সবটাই সাজানো নাটক হয়ে উঠে আসে। পার্টি এখন আর রিয়ালেস্টিক নয়, ভার্চুয়াল হয়ে গিয়েছে – নাহ এ নির্দিষ্ট কোনও একজনের অভিমত বা মন্তব্য নয়। এটা বঙ্গ বিজেপির নীচু তলার কর্মীদের মনোভাব। দল বাংলায় যেভাবে চলছে তা দেখে ক্ষোভের সুরে এমনটাই জানিয়েছেন বিজেপি কর্মীরা। তাঁদের ক্ষোভ দলের নেতারা রাস্তায় নেমে আমজনতার জন্য আন্দোলন না করে কেন কথায় কথায় আদালতে মামলা করতে ছুটছেন আর কেনই বা সোশ্যাল মিডিয়াতে বুলি সর্বস্ব প্রতিবাদ, হুককি ধমকির নাটক করছেন

বস্তুত একুশের বিধানসভা নির্বাচনের আগেও বঙ্গ বিজেপিকে ইস্যুলেস গুটিকয় আন্দোলন ভিত্তিক অভিযান করতে দেখা গিয়েছে। তাও এক আধি দিনের জন্য। সেই অভিযান যতনা আন্দোলন ছিল তার থেকে অনেক বেশি সাজানো গোছানো লিখিত চিত্রনাট্য ছিল। বাংলার মানুষ সে সব দেখে উদ্ভ্রান্ত, বিভ্রান্ত হননি মোটেই। তাঁরা দেখেছেন রাজ্যের শাসক দল উন্নয়নের নিরিখে ঠিক কী কী করছে। তার জেরেই একুশের বিধানসভা নির্বাচনে ‘আব কে বার ২০০ পার’ শ্লোগান তুলে শেষে ৭৭টি আসন পেয়েই খুশি থাকতে হয়েছে তাঁদের। আর সেই নির্বাচনের পরে সময় যতই গড়াচ্ছে ততই দেখা যাচ্ছে বঙ্গ বিজেপির নেতাদের যাবতীয় বুলি শুধুই সাংবাদিক বৈঠকে আর সোশ্যাল মিডিয়াতে সীমাবদ্ধ থেকে যাচ্ছে। বাস্তবের জগতে না তাঁদের কোনও অস্তিত্ব দেখা যাচ্ছে না রাস্তাঘাটে। আর দলের এই অনুপস্থিতিই দলের নীচু তলার কর্মীদের ক্ষুব্ধ করে তুলেছে।

শনিবার ছিল রাজ্যের ৪টি পুরনিগমের নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা ঠুকেছে বিজেপি। যদিও কোথাও তাঁরা বিন্দুমাত্র সুবিধা করতে পারেনি। তারপরেও বিজেপির নীচুতলার কর্মীদের আশা ছিল ভোটের দিন অন্তত বঙ্গ বিজেপির নেতাদের রাস্তায় নেমে লড়াই করতে দেখা যাবে। কিন্তু কোথায় কী! শনিবার দিনভর বঙ্গ বিজেপির নেতাদের কোথাও দেখাই গেল না। নেতারা না নামায় কর্মীরাও হত্যোদম হয়ে পড়েন। তাই তাঁদেরও গতকাল সেভাবে কোথাও দেখা যায়নি। এই অবস্থায় দলের নীচুতলার কর্মীদেরই মনে হচ্ছে বঙ্গ বিজেপি এখন সোশ্যাল মিডিয়া, প্রেস মিট আর হাইকোর্টের এজলাসেই আটকে দিয়েছে। বাস্তবের জগতে আর তাঁদের কোনও অস্তিত্ব নেই। তাঁদের দাবি,‘আমাদের পার্টিটা ক্রমশ ভার্চুয়াল হয়ে যাচ্ছে। প্রতিবাদ-প্রতিরোধ, হুমকি, হুঁশিয়ারি- সবই ফেসবুক আর টুইটারে। লড়াইয়ের ময়দান কেউ নেই।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কেন এত সময় লাগছে? মানিকতলা উপনির্বাচন নিয়ে কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আচার্য জগদীশ চন্দ্র বোস রোড থেকে উদ্ধার ১২ লক্ষ টাকা ,গ্রেফতার ২

অভিজিতের প্রার্থী পদ বাতিলের দাবি শশী পাঁজার

বন্দে ভারতের মেনুতে বিরাট বদল! লাঞ্চ-ডিনারে মিলবে সর্ষে-ইলিশ, কাতলা-কালিয়া

পঞ্চম দফার নির্বাচনে ৭ লোকসভা কেন্দ্রে থাকছে ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

মঙ্গলবার গোটা বঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ২৩ মে নিম্নচাপ বলয় তৈরির সম্ভাবনা প্রবল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর