এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দত্তপুকুর বিস্ফোরণের ঘটনায় শুভেন্দুর মামলা খারিজ হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি: সময়টা মোটেই ভাল যাচ্ছে না রাজ্যের বিরোধী দলনেতার। একদিকে দলের অন্দরেই তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ক্রমশ বাড়ছে। অন্যদিকে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) তাঁর দায়ের করা একের পর এক মামলা খারিজ হয়ে যাচ্ছে। সোমবার তাঁকে হাইকোর্টের প্রধান বিচারপতি রীতিমত নির্দেশ দিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা প্রত্যাহার করে নিতে। এদিন অর্থাৎ মঙ্গলবার সেই তিনিই দত্তপুকুর বিস্ফোরণের(Duttapukur Blast) ঘটনায় শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) দায়ের করা জনস্বার্থ মামলাটিও(Public Interest Litigation) খারিজ করে দিলেন। কার্যত পর পর দুই দিনে কলকাতা হাইকোর্টে জোড়া ধাক্কা খেয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে হাইকোর্ট কার্যত তাঁর অবাধ বিচরণ ও অভয়ারণ্য হয়ে উঠেছিল, এখন সেখানেই একের পর এক ধাক্কা খেতে হচ্ছে। রাতারাতি অনেক কিছুই বদলে গিয়েছে সেখানে।

জানা গিয়েছে, দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শুভেন্দুর পাশাপাশি বিজেপি নেতা রাজর্ষি লাহিড়িও। মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে তা ওঠে শুনানির জন্য। দুইজনই তাঁদের মামলায় দত্তপুকুরের বিস্ফোরণের ঘটনায় CBI ও NIA তদন্তের আবেদন আর্জি জানিয়েছিলেন। কেননা ওই ঘটনায় ৯জনের মৃত্যু হলেও গ্রেফতার করা হয়েছে মাত্র ১ জনকে। ঘটনার সত্যতা ধামাচাপা দিতেই মাত্র ১জনকে গ্রেফতার করা হয়েছে বলে এদিন মামলাকাড়ীদের তরফে তাঁদের আইনজীবীরা দাবি করেন। কিন্তু সেই দাবির সঙ্গে সহমত হননি হাইকোর্টের প্রধান বিচারপতি।

তিনি তাঁর পর্যবেক্ষণে জানান, ‘জনস্বার্থ মামলকারীরা বিস্ফোরণ আইনে মামলা করার আবেদন করেছেন। এফআইআরে বিস্ফোরণ আইনের ধারা যোগ করা হয়নি বলে তাঁদের অভিযোগ। অন্য দিকে, কেন্দ্রের ডেপুটি সলিসিটির জেনারেল জানিয়েছেন, ওই এলাকায় এনআইএ গিয়েছে। এই অবস্থায় আদালত মনে করছে রাজ্য পুলিশ আপাতত তদন্ত চালিয়ে নিয়ে যাবে। ইতিমধ্যে ওই ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত করছে। এই অবস্থায় মামলাকারীর আবেদন উহ্য রাখছে আদালত। পুলিশ তদন্ত সম্পূর্ণ করুক। এখন এই মামলাটি অপরিণত। তাই পুলিশ তদন্ত চালিয়ে নিয়ে যাবে। আগামী দিনে মামলাকারীর নতুন কোনও অভিযোগ থাকলে জানাতে পারবেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্যাব-ট্যাক্সির ভাড়া, সমস্যায় যাত্রীরা

মানিকতলা বিধানসভা কেন্দ্র নিয়ে মামলা প্রত্যাহার, ট্যুইট করে দাবি কুণালের

বাংলার মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে সুপ্রিম স্থগিতাদেশ

সন্দেশখালিকাণ্ডে CBI তদন্তের বিরোধিতা করে রাজ্যের মামলার সুপ্রিম শুনানি মুলতুবি

নাখোদা মসজিদের সামনে প্লাস্টিকের গুদামে আগুন

রাজ্যের মন্ত্রীদের PSO-দের ডিউটি পরিবর্তনের ভাবনা নবান্নের, নেপথ্যে কেষ্ট’র সায়গল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর