এই মুহূর্তে




প্রাণের শহর কলকাতা আবারও বিশ্বসেরা, সুখবর শোনালেন মমতা

Courtesy - Facebook




নিজস্ব প্রতিনিধি: গত কয়েকদিন ধরেই খবরটা ঘুরছিল সোশ্যাল মিডিয়াতে(Social Media)। এদিন অর্থাৎ সোমবার সেই বার্তা মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) ভাগ করে দিলেন সবার মধ্যে। কলকাতার(Kolkata) মুকুটে আবারও সেরার সেরা শিরোপা। ভ্রমণ ও অবসর সময় কাটানোর দিক থেকে গোটা বিশ্বে ১৯ নম্বর তালিকায় রয়েছে কলকাতা। উন্নয়নের দিক থেকে ১১ নম্বরে গোটা বিশ্বের মধ্যে কলকাতা। শুধু তাই নয়, গোটা বিশ্বের মেট্রো শহরগুলির মধ্যে দ্বিতীয় স্থানে কলকাতা এয়ার কোয়ালিটির দিক থেকে। সৌন্দর্যায়ন, ভ্রমণ, উন্নয়ন – আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় সব কিছুর নিরিখেই বিশ্বের আর ২৪ টি শহরের সঙ্গে জায়গা করে নিয়েছে কলকাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নিজে ফেসবুক পোস্ট করে কলকাতার নয়া গৌরবের কথা জানিয়েছেন।

আরও পড়ুন, ২০২৪ সালে বসছে না Teacher Eligibility Test বা TET’র আসর

ব্রিটিশ আমলের রাজধানী থেকে দেশের সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র। প্রাচীন শহরের গায়ে কতই না গৌরবের স্পর্শ! সাবেক সুতানুটি, গোবিন্দপুর আর কলকাতা থেকে শহর কলকাতার পুনর্জন্ম, শৈশব-কৈশোর কাটিয়ে ওঠা মহানগরীর নামেই পরিচিতি বিশ্বের দরবারে। কতই না আন্তর্জাতিক খেতাব রয়েছে ‘সিটি অফ জয়’-এর ঝুলিতে। সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়েই চলেছে। এবার বিশ্বের অন্যতম সেরা শহরের তালিকায় ঢুকে পড়ল কল্লোলিনী তিলোত্তমা। এহেন কীর্তি স্থাপনের জন্য শহরবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন ‘জয় হিন্দ’, ‘জয় বাংলা’। লিখেছেন, ‘কলকাতার প্রত্যেকের সহযোগিতা ছাড়া এই স্বীকৃতি পাওয়া সম্ভব ছিল না। আমাদের শহর সুন্দরভাবে প্রতিফলিত করে যে কীভাবে ঐতিহ্য এবং আধুনিকতা সহাবস্থান করতে পারে এবং কীভাবে উন্নয়ন পরিবেশ সচেতনতার সঙ্গে হাত মিলিয়ে চলতে পারে। প্রতিটি কলকাতাবাসীর সমর্থন ছাড়া এই স্বীকৃতি সম্ভব হত না। একসঙ্গে, আমরা একটি শহর গড়ে তুলছি যা তার ঐতিহ্যকে সম্মান করে, উন্নয়নের সঙ্গে এগিয়ে যায় এবং পরিবেশের যত্ন নেয়। আসুন আরও উজ্জ্বল, স্বাস্থ্যকর এবং আরও সমৃদ্ধ কলকাতার জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাই।’

আরও পড়ুন, নায্য মূল্যে মাছ বিক্রির জন্য নতুন ৩৫টি স্টল খুলছে রাজ্য

ঠিক এক যুগ আগে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে নানা স্তরে ব্যাপক বদল এসেছে। উন্নয়ন থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের মানোন্নয়ন, সামাজিক সুযোগসুবিধা প্রদান, পর্যটন ক্ষেত্রগুলিকে ঢেলে সাজানো-সহ একগুচ্ছ কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তার সুফলও পেয়েছে। আন্তর্জাতিক স্তরে কলকাতার কদর বেড়েছে আরও। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প বিশ্বমানের স্বীকৃতি অর্জন করেছে। এবার কলকাতার মুকুটে জুড়ল বিশ্বের সেরা ২৫ শহরের মধ্যে ১৯ নম্বরে থাকার তকমা। পর্যটন ক্ষেত্রে বিশ্বের ২৫ শহরের মধ্যে ১৯ নম্বরে কলকাতা। দ্রুত উন্নয়নের নিরিখে কলকাতার স্থান ১১ নম্বরে। ঐতিহ্য, আধুনিকতা, গতিশীলতা আর সংস্কৃতির সুন্দর মেলবন্ধনেই এ শহর বিশ্বের দরবারে মাথা উঁচু করে নিজের পরিচিতি তৈরি করেছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘কলকাতা বিভিন্ন ক্ষেত্রে একাধিক বিশ্বমানের স্বীকৃতি পেয়েছে। এটা অত্যন্ত গর্বের মুহূর্ত। Travel + Leisure’s Annual World’s Best Award’s survey for 2024-এ বিশ্বের মধ্যে ১৯ নম্বর স্থানে রয়েছে কলকাতা। Savills’ Growth Hubs Index-এ উত্তরোত্তর বিকাশের নিরিখে বিশ্বের দরবারে ১১ নম্বরে রয়েছে কলকাতা। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন মেট্রো শহরের এয়ার কোয়ালিটির দিক থেকে কলকাতা দ্বিতীয় স্থানে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উৎসবের শেষেও বাজার আগুন, ছুটির দিনে কত দরে মিলছে আলু-পেঁয়াজ-রসুন!

সুরেন্দ্রনাথ কলেজ লাগোয়া বৈঠকখানা রোডে বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডারের সন্ধান পেলেন গোয়েন্দারা

নারী ক্ষমতায়ন নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে ডাক পেলেন অভিষেক

সোমবারের মধ্যেই ট্যাবের টাকা জমা পড়বে ৮৫ পড়ুয়ার অ্যাকাউন্টে, জানালেন শিক্ষা সচিব

সুকান্ত- কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনে  জোড়া নালিশ তৃণমূলের

সাংবাদিকের শ্লীলতাহানি কাণ্ডে আলিমুদ্দিনে তদন্ত কমিটির সামনে হাজিরা তন্ময়ের, জেরা শেষে কী বললেন?

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর