এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রাষ্ট্রপতিকে নিয়ে গিরির মন্তব্যের দায়ভার নেবে না তৃণমূল

নিজস্ব প্রতিনিধি: বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) আক্রমণ শানতে গিয়ে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বুকে দাঁড়িয়ে দেশের রাষ্ট্রপতিকে কদর্যভাবে আক্রমণ শানিয়ে বসেছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি(Akhil Giri)। আর তা নিয়েই এখন সরগরম রাজ্য রাজনীতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূকে(Draupadi Murmu) নিয়ে করা গিরির মন্তব্যের জেরে সব থেকে বেশি সরব হয়েছে বিজেপি(BJP)। তাঁরা ইতিমধ্যেই দাবি তুলেছে গিরিকে মন্ত্রীত্ব থেকে সরাতে হবে ওই রাষ্ট্রপতির বিরুদ্ধে করা কদর্য মন্তব্যের জেরে তাঁকে গ্রেফতার করতে হবে। যদিও এদিন অর্থাৎ শনিবার গিরি তাঁর নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন। কিন্তু তৃণমূলের(TMC) তরফে এবার কুণাল ঘোষ(Kunal Ghosh) জানিয়ে দিলেন, তৃণমূল গিরির মন্তব্যের কোনও দায়ভার নেবে না।

আরও পড়ুন মমতার সরকারের নয়া মাইলফলক ‘স্বজল গ্রাম’, কটাক্ষ বিজেপির

নন্দীগ্রাম দিবসে তৃণমূলের সভায় যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন গিরি। সেই আক্রমণের সময়েই তিনি রাষ্ট্রপতির উদ্দেশ্যে কদর্য বাক্য শানিয়ে বসেন। গিরতি বলেন, ‘শুভেন্দু কেন্দ্রীয় বাহিনী নিয়ে খুব বাড়াবাড়ি করছে। মেরে ওর হাত ভেঙে দেব। পাঁজরও ভাঙব। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় চান না বলে আমি চুপ আছি। না হলে ওর পাঁজর ভেঙে দিতাম। আমরা রাস্তায় নামি না বলে চুপ আছি। তবে সব সময় চুপ থাকব না। দলকে বাঁচাতে সমস্ত শক্তি নিয়ে ঝাঁপাব। আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?’ গিরির এই মন্তব্য নিয়েই এখন রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার জেরে গতকালই টুইট করে আক্রমণ শানেন বিজেপির সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য অখিল গিরি বলছেন, আমরা রূপের বিচার করি না। কিন্তু তোমাদের রাষ্ট্রপতি কেমন দেখতে? মুখ্যমন্ত্রী সব সময়ই জনজাতি বিরোধী। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করেননি। এর পর এমন ঘটনা, লজ্জাজনক!’

আরও পড়ুন গণধর্ষণকাণ্ডে লাইসেন্স বাতিলের সম্ভাবনা বৈদিক ভিলেজের

তবে বিষয়টি নিয়ে জলঘোলা হওয়ায় এদিন নিজ মন্তব্য নিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন গিরি। এদিন তিনি জানিয়েছেন, ‘এক মাস আগে থেকে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় আমার সম্পর্কে কটূক্তি করেছেন। আমি বয়স্ক মানুষ। আমার মনে ক্রোধ জন্মেছিল। রাষ্ট্রপতি মহোদায়াকে আমি কোনও অসম্মান করিনি। তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। যে কথা আমার মুখ থেকে বেরিয়েছে, তা ক্রোধের বশে বেরিয়ে এসেছে। আমি অনুতপ্ত।’ তবে গিরির এই ক্ষমা চাওয়ার পরেও, এদিন তৃণমূলের তরফে দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, তৃণমূল গিরির মন্তব্যের কোনও দায় ভার নেবে না। এই ঘটনা ও মন্তব্য অনভিপ্রেত। তবে এটাও ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বা শুভেন্দু এর থেকেও খারাপ ভাষায় আক্রমণ করে এসেছেন। শুভেন্দু নিজেও অখিলবাবুকে লাগাতার কদর্য ভাষায় আক্রমণ করে এসেছে। সে সব মন্তব্যের দায়ভার কে নেবে!’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বেআইনি নির্মাণে মিলবে না পানীয় জল এবং নিকাশি ব্যবস্থা, নয়া নির্দেশ কলকাতা পুরসভার  

রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বসিরহাটের বিজেপি প্রার্থী

গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সন্দেশখালির পিয়ালি দাস

ফের কলকাতা মেট্রোতে আত্মহত্যার চেষ্টা, বিঘ্নিত পরিষেবা

লক্ষীর ভান্ডার নিয়ে অমিত শাহকে খোঁচা চন্দ্রিমার

দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে ,পৌঁছে যাবে ৪০ ডিগ্রির ঘরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর