এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কোভিডের কারণে ৩ হাজারেই সীমাবদ্ধ তৃণমূলের প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামী ২ ফেব্রুয়ারি হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন। সেখানে প্রায় ১২ হাজার মানুষ বসার মতো ব্যবস্থা থাকলেও কোভিডের কারণে সেই সংখ্যা কম রাখছে তৃণমূল। ইতিমধ্যেই দলের অন্দরে কার্যত জোর কদমে চলছে প্রতিনিধিদের তালিকা তৈরির কাজ। আর সেখানেই ভালরকম ঝাড়াইবাছাই চলছে। সূত্রে খবর, যেহেতু কোভিডের তৃতীয় ঢেউয়ের মধ্যে এই সাংগঠনিক নির্বাচন সম্পন্ন হচ্ছে তাই কোভিড বিধি মেনে চলার শর্তেই প্রতিনিধি সংখ্যা কম রাখা হচ্ছে। চেষ্টা হচ্ছে এই সংখ্যাকে ৩ হাজারের মধ্যে বেঁধে রাখতে।

জানা গিয়েছে, দলের সাংগঠনিক নির্বাচনের দিন যে সব প্রতিনিধিরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসবেন তাঁদের সকলকে কোভিডবিধি মেনে চলতে হবে। সেই বিধি যাতে কোনও ভাবেই লঙ্ঘিত না হয়, সে জন্যে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার হিসেবে পার্থ চট্টোপাধ্যায় দলের অভ্যন্তরে নির্দিষ্ট নির্দেশিকাও জারি করতে পারেন। মঙ্গলবারের মধ্যেই সম্পূর্ণ তালিকা চূড়ান্ত হয়ে যাওয়ার কথা। সেই তালিকা প্রকাশ করার সঙ্গে সঙ্গেই কোন কোন বিধি মেনে তাঁদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজির হতে হবে সেটাও জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে এদিন পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘নেতাজি ইন্ডোরে মোট যত আসন, তার অর্ধেকেরও অনেক কম প্রতিনিধি থাকবেন। কোভিডের কারণে প্রতিনিধির সংখ্যা সীমিত রাখা হচ্ছে। সাংগঠনিক নির্বাচন চলাকালীনও কোভিড-বিধি কঠোর ভাবে মেনে চলা হবে সবাইকে। রাজ্য সরকার সভা-সমিতির ক্ষেত্রে যে গাইডলাইন তৈরি করেছে, সেখানে প্রেক্ষাগৃহের অর্ধেক আসন খালি রাখারই নির্দেশ দেওয়া হয়েছে। এই অবস্থায় নেতাজি ইন্ডোরের চার ভাগের এক ভাগ আসনে প্রতিনিধিরা থাকবেন।’

এই সাংগঠনিক নির্বাচনে যাঁরা প্রতিনিধি হতে চলেছেন, তাঁদের সকাল ১১টার মধ্যে ইন্ডোরে পৌঁছে যেতে বলা হয়েছে দলের তরফে। দলের কার্যনির্বাহী সমিতির সদস্য, রাজ্য কমিটির সদস্য, সব সাংসদ-বিধায়ক, সাংগঠনিক জেলার সভাপতি, বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব এই সাংগঠনিক নির্বাচনে প্রতিনিধি হতে চলেছেন। এ ছাড়া জেলা পরিষদ এবং পুরসভার জনপ্রতিনিধিদের একাংশও প্রতিনিধি হবেন। ২০১৭ সালে, প্রতিনিধির সংখ্যা অনেক বেশি ছিল। গত সাংগঠনিক নির্বাচনে যাঁরা প্রতিনিধি ছিলেন, তাঁদের একাংশ এ বার প্রতিনিধিও না থাকতে পারেন। তবে বিধানসভা নির্বাচনের আগে যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ফের তৃণমূলে ফিরেছেন, তাঁরা প্রতিনিধি হবেন কি না, তা স্পষ্ট নয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আচার্য জগদীশ চন্দ্র বোস রোড থেকে উদ্ধার ১২ লক্ষ টাকা ,গ্রেফতার ২

অভিজিতের প্রার্থী পদ বাতিলের দাবি শশী পাঁজার

বন্দে ভারতের মেনুতে বিরাট বদল! লাঞ্চ-ডিনারে মিলবে সর্ষে-ইলিশ, কাতলা-কালিয়া

পঞ্চম দফার নির্বাচনে ৭ লোকসভা কেন্দ্রে থাকছে ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

মঙ্গলবার গোটা বঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ২৩ মে নিম্নচাপ বলয় তৈরির সম্ভাবনা প্রবল

মমতাকে কুরুচিকর মন্তব্য, অভিজিৎকে শোকজ নির্বাচন কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর