28ºc, Haze
Monday, 27th March, 2023 10:26 am
নিজস্ব প্রতিনিধি: ব্যস্ততা কিংবা জীবনের বাস্তবতায় ধীরে ধীরে কম হতে শুরু করে বন্ধু সংখ্যা। একারণে অনেকেই একাকীত্ব অনুভব করেন। কিন্তু সত্যিই কি বেশি বন্ধু থাকা ভালো? বিশেষজ্ঞরা বলছেন, বেশি বন্ধু থাকা একদিক থেকে যেমন ভাল, তেমনি নিজের জন্যে বেশি খারাপ। বরং কম বন্ধু থাকার একাধিক সুবিধা রয়েছে। কী কী সুবিধা?
সম্পর্কের গভীরতা- যেকোনও সম্পর্কে গভীরতা জরুরি। তাই বন্ধু কম থাকলে সময় দিতেও সুবিধা হয়। পাশাপাশি সম্পর্কের গভীরতাও বাড়ে।
নিজের ভালো হয়- অনেক সময় দেখা যায়, বেশি বন্ধু থাকলে নিজের খুব একটা লাভ হয় না। তখন আপনার কথা শোনার মতো লোক কম পাওয়া যায়। কম বন্ধু থাকলে মন খুলে বন্ধুকে সবকিছু শেয়ার করতে পারেন। এছাড়াও নিজের ভুলত্রুটিগুলি শুধরে নেওয়া যায়।
মন ভালো থাকে- কম বন্ধু থাকলে কথা বলার লোকও কম থাকে। এর ফলে মনের কথা ভাগ করে নেওয়ার স্কোপ পাওয়া যায়। এতে কথা বলে মনের ভার হালকা হয়।
যোগাযোগ ভালো হয়- বেশি বন্ধু আছে, কিন্তু কারও সঙ্গে তেমন যোগাযোগ নেই, এমনটা প্রায়ই দেখা যায়। এ কারণে কম বন্ধুর সঙ্গে সময় কাটানোই শ্রেয়।
নিজের সঙ্গে সময় কাটানো যায়- দিনের শেষে আপনি একাই। তাই নিজের সঙ্গে সময় কাটানটা সবার আগে জরুরি। তাই বেশি লোক না থাকাই ভালো।