এই মুহূর্তে




গুরুতর আহত ছেলে, ৪ ঘণ্টা ৩ হাসপাতাল ঘুরেও চিকিৎসা নেই, ক্ষোভে ভিডিও পোস্ট অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি: আবারও মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালগুলির কীর্তি ফাঁস! ঘন্টার পর ঘুরেও ছেলের চিকিৎসার ব্যবস্থা করতে পারলেন না একজন মা। সরকারি হাসপাতালে ঘুরেও বেরিয়েও কোনও চিকিৎসক ওই মহিলাকে সাহায্য করেননি বলে অভিযোগ। অবশেষে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই হাসপাতালের ছয়জনের বিরুদ্ধে ব্যাবস্থা নিয়েছেন জেলা প্রশাসক। ঘটনাটি রবিবার রাতে মধ্যপ্রদেশের বেতুলের ঘটনা। যেখানে সাইকেল থেকে পড়ে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় ছেলেকে নিয়ে হাসপাতালে হাসপাতালে ছুটতে হয় এক মহিলাকে। কিন্তু দুর্ভাগ্য জনকভাবে কেউই ওই মহিলার ছেলেকে ভর্তি নেয়নি।

সাইকেল থেকে পড়ে তাঁর ছেলের আঙুলে চোট লেগেছিল। তাই ছেলেকে কোলে নিয়ে প্রায় চার ঘন্টা হাসপাতালে হাসপাতালে ঘুরতে হয় মহিলাকে। প্রায় তিনটি হাসপাতালে ঘুরে বেড়ানোর পরেও কেউ তাঁর ছেলেকে হাসপাতালে ভর্তি নেয়নি। যার ফলে মহিলাটি একটি ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে বাধ্য হন। সেই ভিডিও ভাইরাল হতেই বেতুল কালেক্টর নরেন্দ্র কুমার সূর্যবংশী ছয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। জানা গিয়েছে, মহিলাটি বেতুলের পাঠাখেড়ার বাসিন্দা। নাম সারিকা মিস্ত্রি। তিনি জানিয়েছেন, সাইকেল চালানোর সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয় তাঁর ছেলে, যার ফলে তাঁর পায়ের আঙুলে চোট লাগে। রাতে ঘটনাটি হওয়ার কারণে প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে তিনি ছেলেকে নিয়ে একটি সরকারি হাসপাতালে যান। তারপর একটি বেসরকারি হাসপাতালে যান, কিন্তু কোনও হাসপাতালে কোনও চিকিৎসক খুঁজে পাননি তিনি।

অবশেষে, তারা ঘোড়াডোংরির সরকারি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে যান, কিন্তু সেখানেও কেউ তার ছেলের চিকিৎসা করতে রাজি হয়নি। এভাবে প্রায় চার ঘন্টা ধরে ঘুরে বেড়ানোর পরেও তিনি কোনও ডাক্তার খুঁজে পাননি। অবশেষে, ক্লান্ত হয়ে, তারা একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেন। আর চিকিৎসার বিলম্বের কারণে শিশুটির পায়ের আঙুল সেলাই পড়ে। তবে মধ্যপ্রদেশের হাসপাতালগুলির এমন অরাজকতা দিনের পর দিন ধরে চলছে। কখনও রোগীর পোস্টমর্টেমের নাম করে দেদার টাকা লুটপাট চলছে, আবার কখনও স্ট্রেচারের অভাবে লাশ সিঁড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাও খবরে আছে। তবে এই বিষয়ে কালেক্টর নরেন্দ্র কুমার সূর্যবংশী বলেছেন যে, একজন মহিলাকে তার ছেলের চিকিৎসার জন্য তিনটি হাসপাতালে যেতে হয়েছিল এবং চার ঘন্টা ধরে চিকিৎসা পাননি। জনসেবায় অবহেলা আর সহ্য করা হবে না। ভবিষ্যতে এই ধরনের অভিযোগের ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

মহিলাকর্মীদের ঋতুস্রাব হওয়ার প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হুলস্থুল বিজেপি শাসিত হরিয়ানায়

ফের কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা মধ্যপ্রদেশে, এবারে বলি ৬ মাসের কন্যাসন্তান

‘পাক সন্ত্রাসীরা এখন ভারতের শক্তি সম্পর্কে অবগত’, একতা দিবসের ভাষণেও অপারেশন সিঁদুর অস্ত্র মোদির

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ