এই মুহূর্তে




মহিলাকর্মীদের ঋতুস্রাব হওয়ার প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হুলস্থুল বিজেপি শাসিত হরিয়ানায়

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! হরিয়ানার রোহতকের মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের শৌচালয় পরিষ্কারকারী মহিলাকর্মী দের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল বিশ্ব বিদ্যালয়েরই সুপারভাইজারের বিরুদ্ধে। অভিযোগ, মহিলাদের ঋতুস্রাব হয়েছে কিনা তা পরীক্ষার জন্যে তাঁদের প্যান্ট খুলে স্যানিটারি ন্যাপকিনের ছবি তুলে দেখাতে বাধ্য করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছিল, ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। যখন ডিউটিতে দেরিতে আসার কারণে তাদের জবাবদিহি করতে হয়েছিল বিশ্ববিদ্যালয়ের দুই সুপারভাইজারের কাছে। তখন পরিষ্কারকর্মীরা দাবি করেছিলেন যে, ঋতুস্রাব বা মাসিক হওয়ার কারণে তাঁদের ডিউটিতে আসতে দেরি হয়েছে। তখনই সত্যি তাদের ঋতুস্রাব হয়েছে কিনা, তার প্রমাণ দিতে বলেন অভিযুক্ত দুই সুপারভাইজার। বলেন যে, বিশ্বাস করাতে হলে তাদেরকে পোশাকে খুলে প্যাডের ছবি দেখাতে হবে। এই ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে যায় বিশ্ববিদ্যালয় চত্বরে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষ্ণকান্ত বলেছেন, “যদি অভ্যন্তরীণ তদন্ত এমন কিছু প্রমাণ হয়, তাহলে দোষীরা রেহাই পাবে না।”

ভুক্তভোগী মহিলারা জানিয়েছেন, ক্যাম্পাসে দেরিতে আসার জন্য তাঁদের টেনে-হিঁচড়ে ধরেন সুপারভাইজার-বিনোদ এবং জিতেন্দ্র, তখনই ঝামেলা শুরু হয়। তাঁরা যখন বলেন যে, তাদের মাসিক চলছে, তাই তারা অসুস্থ বোধ করছেন। সেই কারণে তাদের দেরি হয়েছে। তখন দুই সুপারভাইজার তাঁদের মিথ্যা বলার অভিযোগ করেন। এরপর তাঁরা মহিলাদের ঋতুস্রাব প্রমাণ করার জন্য তাদের পোশাক খুলে ফেলতে বলেন। এরপর বিনোদ এবং জিতেন্দ্র অন্য একজন মহিলা কর্মচারীকে বাথরুমে নিয়ে গিয়ে তাদের স্যানিটারি প্যাডের ছবি তুলতে নির্দেশ দেন। যাতে তারা ঋতুস্রাবের বিষয়টি তাঁরা প্রমাণ করতে পারে। এমনি তারা এমনটাও বলেন যে, ঋতুস্রাব প্রমাণ করার জন্যে তাদের গোপনাঙ্গের ছবিও দিতে হবে। কিন্ত যখন তাঁরা এমনটা করতে অস্বীকৃতি জানান, তখন তাদের গালিগালাজ করা হয় এবং চাকরিচ্যুত করার হুমকি দেয় অভিযুক্ত দুই সুপারভাইজার।

এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলি ঝাঁপিয়ে পড়েন এবং বিক্ষোভ শুরু করেন। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঘটনার ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। এবং ঘটনার তদন্তে এসে পুলিশ জানায়, “দুই সুপারভাইজারের বিরুদ্ধে একটি প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) দায়ের করা হয়েছে। এফআইআরে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর বিধান অনুসারে যৌন হয়রানি, একজন মহিলার শালীনতা বিবর্ণ করার উদ্দেশ্যে অপরাধমূলক বলপ্রয়োগ, অপরাধমূলক ভয় দেখানো, একজন মহিলার শালীনতা অবমাননার অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।” একটি বিবৃতিতে, বিশ্ববিদ্যালয় জানিয়েছে, কর্মক্ষেত্রে নিরাপত্তাহীন তার যে কোনও ঘটনা কোনও অবস্থাতেই সহ্য করা হবে না। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেব।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

ফের কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা মধ্যপ্রদেশে, এবারে বলি ৬ মাসের কন্যাসন্তান

‘পাক সন্ত্রাসীরা এখন ভারতের শক্তি সম্পর্কে অবগত’, একতা দিবসের ভাষণেও অপারেশন সিঁদুর অস্ত্র মোদির

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

ছেলের মৃত্যু হলেই মিলবে ১ কোটি, অবৈধ সম্পর্ক টেকাতে পুত্রঘাতী মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ