26ºc, Mist
Monday, 27th March, 2023 9:08 am
আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনে বাড়ি ভাড়া করে থাকতে গেলে দিতে হবে প্রতি মাসে আডা়ই লক্ষ টাকা। গতবছর ছিল আড়াই লক্ষ টাকার কাছাকাছি। বছর ঘুরতে না ঘুরতে সেটা এক লাফে এতটা বেড়ে যাওয়া মানুষ রীতিমতো চিন্তায়। লন্ডনে থাকা খরচ এমনিতেই অন্যান্য জায়গার থেকে বেশি। কিন্তু বাড়ি ভাড়া এক লাফে এতটাই উঠতে পারে, সেটা লন্ডনবাসীই বিশ্বাস করতে পারছে না। এটা শহরাঞ্চলের বাড়ি ভাড়া। আর শহরের কেন্দ্রে সেটা কোথাও তিন লক্ষ। কোথাও প্রায় তিনলক্ষের কাছাকাছি। সমস্যা হয়েছে, যারা বাড়ি ভাড়া দিয়ে রোজগার করেন, তা ভাড়াটে খুঁজে পাচ্ছে না।
দ্য টেলিগ্রাফ পোস্টের প্রতিবেদন অনুসারে, গত বছর চতুর্থ ত্রৈমাসিকে বাড়ি ভাড়া ছিল আড়াই লক্ষ টাকার কাছাকাছি। চলতি বছরেই বাড়ি ভাড়া সব জায়গাতেই তিন লক্ষ টাকা হয়ে যাবে। কোনও কোনও অঞ্চলে সাড়ে তিন লক্ষ্য হতে পারে। দ্য টেলিগ্রাফ পোস্টের খবর বলা হয়েছে, গত বছর বাড়ি ভাড়া সামান্য বেড়েছিল। গড় বৃদ্ধির হার ছিল ৯.৭ শতাংশ। পরের বছর .২ শতাংশ বেড়ে হয় ৯.৯ শতাংশ। এতটা বেড়ে যাওয়ায় চিন্তায় সকলেই
বাড়ি ভাড়া তো বেড়েছে। অনেকে আবার গাড়ি রাখার জন্য পার্কিং স্পেশ ভাড়া দেন। মেট্রো নিউজ একটি খবর প্রকাশ করে, যে খবরে বলা হয় লন্ডনের এক বাসিন্দা তাঁর বাড়ির পার্কিং স্পেশ ভাড়া দিয়ে সাত লক্ষ টাকা কামিয়েছেন। পার্কিং স্পেশ ভাড়া দিয়েছিলেন ছয় বছরের জন্য।
আরও পড়ুন লন্ডনে ধোনিকে তাড়া করল জনতা