এই মুহূর্তে




হায়রে নেশা! জমি-গয়না বেচে ৭২ লক্ষ টাকার মদ গিলে সর্বস্বান্ত ইনি, দুষছেন নীতীশকে

নিজস্ব প্রতিনিধি, পটনা: সুরাপ্রেম নাকি সর্বনাশের প্রধান দ্বার। কথাটি যে মিথ্যে নয় তার জলজ্যান্ত প্রমাণ হলেন বিহারের মোটুলাল। মদ ছাড়া এক মিনিটও কাটাতে পারেন না। আবার রাজ্যে মদ্যপান ও বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী  নীতীশ কুমার। তাতে কী! জমি-গয়না-সহ নানা সম্পত্তি বেচে গত কয়েক বছরে ৭২ লাখ টাকার মদ গলাধঃকরন করেছেন মোটুলাল। কার্যত সর্বস্বান্ত হয়ে পড়েছেন। আর পথের ভিখারি হওয়ায় এখন দুষছেন মুখ্যমন্ত্রী নীতীশকে। রাজ্যকে যদি মদমুক্ত ঘোষণা না করা হতো, তাহলে এমন করুণ দশার মুখোমুখি হতে হতো না বলে দাবি মোটুলালের। ইতিমধ্যেই এক সংবাদমাধ্যমে নিজের সুরাপ্রেম আর সুরার পাল্লায় পড়ে সর্বস্বান্ত হওয়ার গল্প শুনিয়েছেন মোটু। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। অনেকেই মজাচ্ছ্বলে বলছেন ‘বেচারিকে নোবেল দেওয়া উচিত।’

২০১৬ সালে বিহারকে ‘মদমুক্ত’ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ। যদিও তাতে বিহারে বেআইনি মদ বিক্রিতে রাশ টানা যায়নি। অনেকেই লুকিয়ে-চুরিয়ে ভেজাল মদের বেওসা করে যাচ্ছেন। আর সেই ভেজাল মদ খেয়ে প্রাণ যাচ্ছে বহু সুরাপ্রেমীর। নীতীশের সিদ্ধান্তে যে সমস্ত সুরাপ্রেমীরা অথৈ জলে পড়েছিলেন তাদের মধ্যে ছিলেন মোটুলালও। যদিও মুখ্যমন্ত্রীর ওই সিদ্ধান্ত তার মদের নেশা কাটাতে পারেনি। বরং বাড়ি-ঘর-চাষের জমি-সোনার গয়না বিক্রি করে ভিন রাজ্য থেকে বেশি দামে মদ কিনে নিজের নেশা মিটিয়ে চলেছেন।

সুরার প্রতি অমোঘ আকর্ষণের কারণে দীর্ঘদিন ধরেই আর্থিক সঙ্কটের সঙ্গে লড়তে হচ্ছে মোটুলালকে। মদের টাকা জোগাড়ে বাড়ির সামনেই ভাড়া নিয়ে একটি খাবারের দোকান খুলেছিলেন। কিন্তু সেই দোকান চালাতেও হিমশিম খেতে হচ্ছে। রান্নার গ্যাসের সংযোগ নিতে পারেননি। ফলে কেরোসিনের স্টোভেই রান্না সারতে হচ্ছে। তবে তেমন খদ্দের নেই।। মোটু লালের মা-ও নিজেদের আর্থিক দুরবস্থার জন্য নীতীশ কুমারকে কাঠগড়ায় তুলেছেন। তাঁর কথায় ‘যতদিন বিহারে মদের উপরে নিষেধাজ্ঞা জারি হয়নি ততদিন আর্থিকভাবে স্বচ্ছ্বলই ছিলাম। কিন্তু নিষেধাজ্ঞা জারির পরেই পথের ভিখারি হয়েছি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

মহিলাকর্মীদের ঋতুস্রাব হওয়ার প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হুলস্থুল বিজেপি শাসিত হরিয়ানায়

ফের কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা মধ্যপ্রদেশে, এবারে বলি ৬ মাসের কন্যাসন্তান

‘পাক সন্ত্রাসীরা এখন ভারতের শক্তি সম্পর্কে অবগত’, একতা দিবসের ভাষণেও অপারেশন সিঁদুর অস্ত্র মোদির

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ