এই মুহূর্তে




টসে হার, মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T-20-ম্যাচে প্রথমে ব্যাট করছে ভারত

নিজস্ব প্রতিনিধি : ওয়ান ডে-র পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০-তে খেলতে নেমেছে ভারত। বৃষ্টির কারণে প্রথম ম্যাচ খেলা না হলেও মেলবোর্নে শুরু হয়েছে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম ম্যাচে টসে জয় পেয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক মিচেল মার্শ। কিন্তু বৃষ্টির কারণে সেই খেলা সম্ভব হয়নি। শুক্রবার মেলবোর্নে টি-২০ দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচেও টসে হার ভারতের।

টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। অর্থাৎ টি-২০ দ্বিতীয় ম্যাচে প্রথমে খেলতে নামছে সূর্যকুমাররা। প্রথম ম্যাচের থেকে কোনও পরিবর্তন হয়নি দলে। প্রথম ১১ জনই খেলছে। দলের ২০ রানের মাথায় হেজলউডের বলে মিড অফে মার্শের হাতে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফেরেন শুভমন গিল। এরপরে তিন নম্বরে নেমেও রান পেলেন না সঞ্জু। নেথান এলিসের বলে ২ রান করে আউট হলেন তিনি। ৩২ রানে তৃতীয় উইকেট হারাল ভারত। ১ রানে আউট হন সূর্য। পাওয়ার প্লে-র মধ্যে ৪ উইকেটও হারায় ভারতের। হেজলউডের বলে শূন্য রানে মাঠের বাইরে তিলক বর্মা। সিরিজ জয় করা একটা লক্ষ্য দুই দলের কাছে। পাশাপাশি ভারত ও অস্ট্রেলিয়া শক্তিপরীক্ষাও করে নিচ্ছে। ২০২৬ সালে শ্রীলঙ্কায় হতে চলেছে  টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতিতে তাদের দলের শক্তি পরীক্ষা করার চেষ্টা করবে।

এদিন খেলার শুরুতে শুভমন গিলের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন করেছিল অস্ট্রেলিয়া। মাঠের আম্পায়ার আউট দিয়েছিলেন। কিন্তু ডিআরএস নিয়ে বেঁচে গেলেন শুভমন।  মেলবোর্নে নামার আগে ভারতীয় শিবিরকে স্বস্তি দিয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদবের রানে ফেরা। সম্প্রতি তাঁকে ভালো খেলতে দেখা যায়নি টি-টোয়েন্টি অধিনায়ককে। টি-টোয়েন্টিতে পরিচিত ছন্দে সূর্য।

ক্যানবেরার মতো  মেলবোর্নেও ৩ স্পিনার নিয়েই খেলতে নেমেছে ভারত। তাঁরা অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদব। ক্যানবেরার মতো মেলবোর্নেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু এদিন খেলা শুরু হয়েছে। প্রথম ম্যাচের মতো এই ম্য়াচও বৃষ্টি ভিলেন হয় কিনা সেটাই দেখার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গোলশূন্য কলকাতা ডার্বি, বাগানকে রুখে দিয়ে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

হরমনপ্রীতরা পারলেও ব্যর্থ সূর্যরা, মেলবোর্নে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন মার্শরা

দেশকে গর্বিত করার পুরস্কার! সাকিবকে ‘চোর-চোট্টা’, ‘ডাকাত’ বলে আক্রমণ ইউনূসের প্রেস সচিবের

‘কুম্ভ’ হয়ে লড়লেন শুধু অভিষেক, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৫ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া

বাবার স্বপ্নপূরণ এবার সময়ের অপেক্ষা, রোনাল্ডো পুত্রের ঝুলিতে আরও এক সাফল্য

আর্সেনালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে নজির গড়লেন ডাউম্যান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ